ফেনীতে ১৫ মামলার পলাতক আসামি বাপ্পি গ্রেফতার

কামরুল হাসান লিটন,ফেনী:
ফেনীর দাগনভূঞা উপজেলার ফেনী – নোয়াখালী মহাসড়কের বারাহিগোবিন্দ এলাকায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ০১টি ডাকাতির প্রস্তুতি, ০৪ টি চুরি ও ১০টি মাদক মামলার পলাতক আসামী তাজুল ইসলাম বাপ্পি(৩৫) নামে মাদক ব্যবসায়ীকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার(৯ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মহাসড়কের ফেনী সদর ও দাগনভুঞা সংযোগস্থলের বারাহিগোবিন্দ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার নামে মাদক মামলার পৃথক তিনটিতে ৪ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে আদালত। এছাড়া তার নামে মাদক,চুরি ও ডাকাতির ১৫ টি মামলার রয়েছে। আদালতের রায় হওয়ার পর থেকে সে পলাতক রয়েছেন। আটককৃত বাপ্পি দাগনভুঞা উপজেলার এনায়েতনগর গ্রামের বাসিন্দা আবদুল মালেকের ছেলে।
এ বিষয়ে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ জনাব ওয়াহেদ পারভেজ জানান, গ্রেফতারকৃত আসামী দীর্ঘ ১৫ বছর পর্যন্ত পলাতক ছিলো। তার বিরুদ্ধে ৩টি মাদক মামলায় ৪ বছরের কারাদন্ড দেয় আদালত। তার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সে বারাহিগোবিন্দ এলাকায় অবস্থান করছে জেনে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ সুপারের নির্দেশে সোনাগাজী দাগনভুঞা এলাকা মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।