শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

রাজারহাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

প্রকাশের সময়: শনিবার, ১০ মে, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে।

‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১০ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিশু শিক্ষার্থীদের হাতের লেখা ও অংকন প্রতিযোগীতা এবং সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে মানসম্মত শিক্ষা ণিশ্চিত করণের লক্ষ্যে এক আলোচনা সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরীফ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান।

এসময় প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সঞ্চাললনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা রির্সোস সেন্টারের পরিচালক বিকাশ চন্দ্র সরকার, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, সাংবাদিক ও সাহিত্যিক সরকার অরুন যদু, প্রধান শিক্ষক মকবুল হোসেন ও আতাউর রহমান পাখি প্রমূখ।

শেষে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় ক গ্রুপে প্রথম স্থান অধিকারী রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী তাহমিন ত্বহা সুবহা, দ্বিতীয় স্থান অধিকারী সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মাহদিয়াত মাবারুবা জান্নাত সিনতা ও তৃতীয় স্থান অধিকারী রাজারহাট মডেল সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী নুশরাত জাহান এবং

খ গ্রুপে প্রথম স্থান অধিকারী রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী আজমাঈন আওসাফ, দ্বিতীয় স্থান অধিকারী সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী উক্তি রায় ও তৃতীয় স্থান অধিকারী দেবীচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শ্রেয়াণ কুমার রায়ের মাঝে পুরষ্কার বিতরন করেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর