সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ডাম্বুলায় টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদনে একমত রাজনৈতিক দলগুলো ইসরায়েলকে শাস্তি দিতে বৈঠকে বসছে বাংলাদেশসহ ২০টি দেশ রংপুরে হত্যা মামলায় বারের সাবেক সাধারণ সম্পাদক কারাগারে জুলাই বিপ্লব: সারা বাংলাদেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন ঢাকা পরীক্ষা দিয়েছে এক বিষয়ে, ফেল ৩ বিষয়ে একাদশে ভর্তি: যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা, বাদ পড়ছে মুক্তিযোদ্ধা কোটা রাজারহাট সাংবাদিকের পিতার পরলোকগমন নড়াইলের ঐতিহ্যবাহী হিন্দু জমিদার কালিশঙ্কর রায়ের বাড়ি আজ তার কিছুই নেই কুড়িগ্রামে সেনা অভিযানে ১ মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

বিক্রি না হওয়ায় কোরবানীর চামড়া ফেলে দিল মুহুরী নদীতে

রিপোর্টারের নাম / ৫১ টাইম ভিউ
Update : সোমবার, ৯ জুন, ২০২৫

কামরুল হাসান লিটন,ফেনী:

ঈদের দিন বিকেলে কম দামে চামড়া কিনে বিপাকে পড়েছে চামড়া ব্যবসায়ীরা। ঈদের দিন সারা রাত অপেক্ষা করেও চামড়া বিক্রি করতে পারেননি ব্যবসায়ীরা। রবিবার দুপুর পর্যন্ত অপেক্ষা করে চামড়া বিক্রি না হওয়ায় পচন ধরে দুর্গন্ধ বের হওয়ায় অনেক ব্যবসায়ী চামড়া রাস্তায় পেলে পালিয়েছেন বলে জানা গেছে। আবার কোন কোন ব্যবসায়ী এলাকাবাসীর চাপের কারণে পচা দুর্গন্ধ বের হওয়া চামড়াগুলি নিজ খরচে ফিকআপ করে মুহুরী নদীতে ফেলতে দেখা গেছে। এখনোও ফেনীসহ ৫টি উপজেলার বিভিন্ন বাজারে রাস্তার মধ্যে পচা চামড়া পড়ে থাকতে দেখা গেছে। এতে করে চামড়ার পচা দূর্গন্ধে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ছাগলনাইয়ার ক্ষুদ্র চামড়া ব্যবসায়ী ছালে আহম্মদ জানান, এক আত্মীয় থেকে টাকা ধার নিয়ে ঈদের দিন ২০টি চামড়া কিনে ছিলাম কিন্তু ২৪ ঘন্টা পার করার পরও চামড়া বিক্রি করতে পারি নাই শহর থেকে কোন ক্রেতা আসেনি। ফলে চামড়া পচে দূগর্ন্ধ বের হওয়ায় চামড়া রেখে চলে আসি। আমার সব শেষ হয়ে যায়।

ফুলগাজী বাজারে চামড়া বিক্রেতা আলী হোসেন জানান, সামান্য পুঁজি নিয়ে ঈদ দিন ৬০/৭০টি চামড়া সাড়ে তিনশত থেকে ৫শত টাকা ধরে কিনে ছিলাম কিন্তু আজ দুপুর ২টা পর্যন্ত কোন ক্রেতা চামড়া কিনতে ফুলগাজী বাজারে আসেনি।ফলে চামড়া পচন ধরে গন্ধ বের হওয়ায় বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী কন্ঠের কথা চিন্তা করে নিজ খরচে ফিকআপ গাড়ীতে করে মুহুরী নদী ফেলে দেয়ার জন্য এসেছি। এ ব্যবসা আর করবো না বলে সিদ্ধান্ত নিয়েছি।

পাঁছগছিয়া বাজারের এক চামড়া আড়ৎদারের সাথে কথা বলে জানা গেছে, এ বছর চামড়ার পাইকারী বাজারের কোন দাম আমরা পাই নাই। এমনকি চামড়া বিক্রির নিশ্চয়তা না থাকায় অনেকে চামড়া কেনার ক্ষেত্রে আগ্রহ হারিয়ে ফেলে।ফলে কোন চামড়া ব্যবসায়ী ঝুকিতে যায়নি।

ইতিমধ্যে প্রশাসন থেকে অবিক্রিত চামড়ার জন্য বিনা মূল্যে লবন বিতরন করার ঘোষনা দিলেও

সাধারন মানুষ তা সঠিকভাবে জানতেন না। এ ছাড়া অবিক্রিত চামড়ায় লবণ দিয়ে বিক্রির কথা বলা হয়ে থাকলেও ব্যবসায়ীরা তা করেননি। ফলে ২৪ ঘন্টার পার হওয়ার সাথে সাথে তা পচন ধরে পুরো এলাকায় দূর্গন্ধ ছড়িয়ে পড়ায় বাজারের সাধারন ব্যবসায়ী ও মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ছাগলনাইয়া উপজেলার জমদ্দার বাজারের জিরো পয়েন্টে কয়েক হাজার চামড়া গত শনিবার রাত থেকে ক্ষুদ্র চামড়া ব্যবসায়ীরা চামড়া বিক্রির জন্য অপেক্ষা করে রবিবার দুপুরে চামড়া ফেলে পালিয়ে যায়। চামড়া পচনের ফলে রাস্তার আশেপাশে দূর্গন্ধ ও চামড়ার পানি বের হওয়ায় পথচারী ও যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিষয়টি ছাগলনাইয়া পৌরসভা কর্তৃপক্ষকে জানানো হলে চামড়াগুলিকে অপসারনের ব্যবস্থা গ্রহণ করে। এ রির্পোট লেখা পর্যন্ত পচা চামড়া অপসারণের কাজ চলছে। এদিকে ফুলগাজী ও পশুরামেও চামড়া বিক্রি না হওয়ায় চামড়া ব্যবসায়ীরা চামড়া নিয়ে বিপাকে পড়ে। অনেকে পুঁজির শেষ সম্বলটুকু দিয়ে চামড়া কিনে সামান্য লাভের আশায় বুক বেঁধে ছিলেন কিন্তু চামড়া বিক্রি না হওয়ায় হতাশ হয়ে পড়েন। অনেকে পুজিঁ হারিয়ে দিশে হারা হয়ে আছেন। এলাকাবাসীর চাপে পচা চামড়াগুলি নিজ খরছে মুহুরী নদীতে ফেলে দিতে দেখা গেছে।

এ ব্যাপারে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা জানান, সরকার চামড়া বিক্রির দাম প্রকাশ করেছে।কিভাবে সংরক্ষন করতে হবে তা বলে দিয়েছে।বিনামূল্যে লবন দেয়ার ব্যবস্থা করেছে সরকার। আমরা প্রত্যেক এলাকায় চামড়া সংরক্ষনের ব্যবস্থা কিভাবে করবে তা বলে দিয়েছি। তারপরও চামড়া ব্যবসায়ী অধিক লাভের আশায় নিয়ম মানতে নারাজ। ফেলে যাওয়া ও পচনশীল চামড়া পরিস্কার করার জন্য ছাগলনাইয়া পৌরসভা কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর