সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১১:১১ অপরাহ্ন

দিল্লিতে মোদীর নেতৃত্বে কোয়ালিশন সরকার 

রিপোর্টারের নাম / ১৩৮ টাইম ভিউ
Update : শুক্রবার, ৭ জুন, ২০২৪

।।শিতাংশু গুহ, নিউইয়র্ক।।

নরেন্দ্র দামোদর মোদী শনিবার ৮ই জুন ২০২৪ তৃতীয়বারের মত ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন। মোদীর আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এতে যোগ দেবেন। ভারত সার্কভুক্ত শ্রীলংকা, নেপাল, ভুটান, বাংলাদেশের রাষ্ট্রনায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্যে আমন্ত্রণ জানিয়েছে, পাকিস্তান ও মালদ্বীপ আমন্ত্রণ পায়নি।

ভারতে লোকসভা নির্বাচনে এবার কোন দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বিজেপি বা কংগ্রেস কেউই ম্যাজিক নাম্বার ২৭২টি আসন পায়নি। বিজেপি সমর্থিত এনডিএ (ন্যাশনাল ডেমক্রেটিক এলায়েন্স) জোট পেয়েছে ২৯৩টি আসন, কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স) পেয়েছে ২৩১।

বেশ কিছুকাল পর দিল্লিতে কোয়ালিশন সরকার গঠিত হচ্ছে। একক দল হিসাবে বিজেপি পেয়েছে ২৪০টি আসন, কমেছে ৬৩টি। কংগ্রেস পেয়েছে ৯৯টি, বেড়েছে ৪৭টি আসন। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি’র তৃণমূল পেয়েছে ২৯টি আসন, বেড়েছে ৭টি; বিজেপি পেয়েছে ১২টি, কমেছে ৬টি; কংগ্রেস ১টি আসন পেয়েছে। বামেরা শূন্য।

নির্বাচনী ফলাফলে স্পষ্ট যে, মোদী ম্যাজিক কাজ করেনি। এক্সিট পোল গাঁজাখুরি ছিলো, মিডিয়া গ্রাউন্ড ওয়ার্ক না করে দায়িত্বজ্ঞানহীনভাবে মনমত এক্সিটপোল দিয়েছে। অভ্যন্তরীণ কোন্দলে বিশেষত: উত্তর প্রদেশে বিজেপি ক্ষতিগ্রস্থ হয়েছে, কংগ্রেস ভাল করেছে। ওড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, কেরল, তামিলনাড়ু, তেলেঙ্গানা বিধানসভায় বিজেপি ভালো করেছে। মহারাষ্ট্র, হরিয়ানা, কর্ণাটক, আসামে ইন্ডিয়া জোট ভালো করেছে।

ভারতে ৭ দফায় নির্বাচন সম্পন্ন হয় ১লা জুন, শুরু হয়েছিলো ১৯শে এপ্রিল। ৪ঠা জুন ফলাফল প্রকাশিত হয়, মোট আসন ৫৪৩। এবার লোকসভা নির্বাচনের বিশেষত্ব হচ্ছে: এনডিএ জিতেছে, কিন্তু মনে হচ্ছে তারা হেরেছে; ইন্ডিয়া জোট হেরেছে, কিন্তু মনে হচ্ছে তারা জিতেছে। ফলাফল প্রকাশিত হলে বিজেপি, কংগ্রেস, তৃণমূল বিজয় উৎসব করেছে। এক নেতা বলেছেন, এটাই মোদীজির ‘সবকা সাথ, সবকা বিকাশ’-সবাই খুশি। সবচেয়ে খুশি নির্বাচন কমিশন, ইভিএম নিয়ে কোন কথা ওঠেনি।

বলা হচ্ছে, রাহুল গান্ধীর ‘ভারত জুড়ো’ পদযাত্রা বা প্রিয়ঙ্কা গান্ধীর যুক্তিনির্ভর প্রচারণা ইন্ডিয়া জোটের সফলতায় কাজে লেগেছে। অন্যরা বলছেন, বিজেপি’র যথেষ্ট ভালো না করার কারণ হচ্ছে, মুসলিম ভোট ছিলো পুরোটাই ‘এন্টি-বিজেপি’, যা পেয়েছে কংগ্রেস, মমতা ও অখিলেশ।  বিজেপির অনেক হেভিওয়েট প্রার্থী হেরেছেন। অযোধ্যায় পর্যন্ত বিজেপি হেরেছে। মোদী, অমিত শাহ, রাহুল গান্ধী জিতেছেন, প্রিয়াঙ্কা নির্বাচনে দাঁড়াননি।

মহারাষ্ট্রে শিবসেনা, উদ্ধব ঠাকুর, ও শারদ পাওয়ারের কাছে বিজেপি হেরেছে। রাম মন্দির হিন্দুদের উৎসাহিত করলেও মুসলিমদের বিজেপি’র বিরুদ্ধে একজোট করেছে। মুসলিম এলাকায় ভোটের নমুনা দেখে বলা যায়, মুসলিম ভোট পড়েছে আনুমানিক ৭০%, পক্ষান্তরে হিন্দু ভোট ৪৫-৫০%, বিজেপি’র জন্যে এটিও একটি দু:সংবাদ। লোকসভায় কংগ্রেস ও রাহুল গান্ধী এবার আগের চেয়ে যথেষ্ট শক্তিশালী। মোদির একচ্ছত্র আধিপত্য হোঁচট খাবে।

ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু’র পর মোদী টানা তিনটার্ম প্রধানমন্ত্রী হবার কৃতিত্ব অর্জন করলেন। ইন্দিরা গান্ধী ১৫বছর ৩৫০দিন ক্ষমতায় থাকলেও টানা তিনটার্ম ক্ষমতায় ছিলেন না (১৯৬৬-৭৭ এবং ১৯৮০-মৃত্যু)? তবে কোয়ালিশন সরকার নিয়ে মোদীকে এবার যথেষ্ট সতর্ক থাকতে হবে। কংগ্রেস বলেই দিয়েছে, স্বৈরাচারের জবাব দেয়া হবে, দজ্জ্বাল মমতা বা তৃণমূল তো আছেই। তবে শরিকগন ঠিক থাকলে সরকার ঠিকঠাক চলবে।

এনডিএ জোটের নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু-কে নিয়ে শুরুতেই যথেষ্ট জলঘোলা হলেও তারা পরিষ্কার বলেছেন যে, তারা জোটেই আছেন। বিশেষত: এই দুই নেতা ও তাদের দলকে খুশি রাখতে হবে। অন্ধ্রপ্রদেশের টিডিপি (তেলেগু দেশম পার্টি) নেতা চন্দ্রবাবু নাইডু’র রয়েছে ১৬টি আসন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জেডিইউ (জনতা দল ইউনাইটেড)’র রয়েছে ১২টি আসন। ইতিমধ্যে এঁরা দাবিনামার লম্বা ফর্দ মোদিকে ধরিয়ে দিয়েছেন।

মিডিয়া জানায় টিডিপি স্পিকারের পদটি চান, সাথে ৫জন মন্ত্রী। জেডিইউ রেল মন্ত্রণালয় চাইছেন। মহারাষ্ট্রের শিবসেনার একাংশ একনাথ সিন্ধে’র ৭টি আসন রয়েছে, তাকে হাতছাড়া করা যাবেনা। এলজেপি’র চিরাগ পাসোয়ানের রয়েছে ৫টি আসন। দেবগৌড়ার দল কৃষি মন্ত্রণালয় চেয়েছে। কুমার সিং-কে বাদ দেয়া যাবেনা। জেডিএস’র ২টি আসন রয়েছে, তারাও একটি মন্ত্রিত্ব চায়।

দেখার বিষয়, মোদী কিভাবে সামলান। তবে ইন্ডিয়া জোট চাইলেও সরকার গঠন দু:সাধ্য হবে। এজন্যে তারা আগেই বলে দিয়েছেন তারা বিরোধী দলেই থাকবেন। মোদীর বিরুদ্ধে কখনো অনাস্থা প্রস্তাব এলে এবং তা পাশ হয়ে গেলে ভারতে মধ্যবর্তী নির্বাচনের সম্ভবনা উড়িয়ে দেয়া যায়না। এটিও সত্য, সরকারি দল বিজেপি স্বতত্র এমপি’দের কাছে টানতে চাইবে। ইন্ডিয়া জোটে ইতিমধ্যেই ভাঙ্গনের সুর শোনা যাচ্ছে। উপমহাদেশের শান্তি ও অগ্রগতির স্বার্থেই দিল্লিতে স্থিতিশীল সরকার দরকার।

Modi-led coalition government in Delhi

Shitangshu Caves, New York.

Narendra Damodar Modi will take oath as the Prime Minister of India for the third time on Saturday 8 June 2024. Prime Minister of Bangladesh Sheikh Hasina will attend it at Modi’s invitation. India has invited the heads of states of SAARC countries Sri Lanka, Nepal, Bhutan, Bangladesh to attend the swearing-in ceremony, while Pakistan and Maldives have not been invited.

No party has won a single majority in the Lok Sabha elections in India this time. Neither BJP nor Congress got the magic number of 272 seats. The BJP-backed NDA (National Democratic Alliance) won 293 seats, the Congress-led India Alliance (IndianNationalDevelopmentalInclusiveAlliance)got 231.

After some time coalition government is being formed in Delhi. BJP as a single party got 240 seats, down by 63. Congress got 99, increased by 47 seats. Mamata Banerjee’s Trinamool won 29 seats in West Bengal, up 7; BJP got 12, lost 6; Congress got 1 seat. The left is empty.

Election results clearly show that the Modi magic did not work. The exit polls were rigged, the media irresponsibly gave exit polls without doing ground work. Internal conflicts especially: BJP suffers in Uttar Pradesh, Congress does well. BJP has done well in Odisha, Andhra Pradesh, Kerala, Tamil Nadu, Telangana Assemblies. India Alliance has done well in Maharashtra, Haryana, Karnataka, Assam.

India’s 7-phase elections were completed on June 1, starting on April 19. Results were released on June 4, total seats 543. The peculiarity of the Lok Sabha elections this time: NDA won, but it seems they lost; The India alliance lost, but it seems they won. BJP, Congress, Trinamool celebrated their victory when the results were announced. One leader said that this is Modiji’s ‘Sabka Sath, Sabka Vikas’ – everyone is happy. Happiest Election Commission, no talk about EVMs.

It is said that Rahul Gandhi’s ‘Bharat Judo’ padayatra or Priyanka Gandhi’s logic-based campaign contributed to the success of India Alliance. Others say the reason the BJP didn’t do well enough was because the Muslim vote was all ‘anti-BJP’, which the Congress, Mamata and Akhilesh got. BJP’sa lotheavyweightThe candidate lost. BJP lost till Ayodhya. Modi, Amit Shah, Rahul Gandhi won, Priyanka did not contest.

BJP lost to Shiv Sena, Uddhav Thakur, and Sharad Pawar in Maharashtra. Ram temple has emboldened Hindus but united Muslims against BJP. By looking at the sample of voting in Muslim areas, it can be said that Muslim votes are approximately 70%, on the other hand, Hindu votes are 45-50%, this is also a bad news for BJP. Congress and Rahul Gandhi are stronger than ever in the Lok Sabha. Modi’s monopoly will stumble.

After the first Prime Minister of India, Jawaharlal Nehru, Modi achieved the feat of becoming Prime Minister for three consecutive terms. Indira Gandhi was in power for 15 years and 350 days but was not in power for three consecutive terms (1966-77 and 1980-death)? However, Modi has to be very careful with the coalition government this time. Congress has said that dictatorship will be answered, Dajjal Mamata or Trinamool are there. But if the partners are right, the government will run well.

Although there was a lot of confusion about Nitish Kumar and Chandrababu Naidu of the NDA alliance, they have made it clear that they are in the alliance. Especially: keep these two leaders and their team happy. Andhra Pradesh TDP (Telugu Desam Party) leader Chandrababu Naidu has 16 seats. Bihar Chief Minister Nitish Kumar’s JDU (Janata Dal United) has 12 seats. They have already handed over a long list of demands to Modi.

Media reports that TDP wants the Speaker’s post, along with 5 ministers. JDU wants railway ministry. Shiv Sena’s Eknath Sinde in Maharashtra has 7 seats and cannot be missed. LJP’s Chirag Paswan has 5 seats. Deve Gowda’s party has asked for the Ministry of Agriculture. Kumar Singh cannot be ruled out. JDS has 2 seats, they also want a ministry.

The thing to see is how Modi handles it. However, even if India wants to form a government, it will be difficult. That is why they have already said that they will remain in the opposition party. If a no-confidence motion is ever brought against Modi and it is passed, the possibility of mid-term elections in India cannot be ruled out. It is also true, the ruling party BJP will want to draw independent MPs. There are already rumblings of a break in the India alliance. A stable government is needed in Delhi for the sake of peace and progress in the subcontinent.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর