বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম

কুড়িগ্রামে ভূমিসেবা সপ্তাহ উদযাপন

রিপোর্টারের নাম / ৫৯ টাইম ভিউ
Update : রবিবার, ৯ জুন, ২০২৪

হুমায়ুন কবীর সূর্য্য:

কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভূমিসেবা সপ্তাহ উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা ও আলোচনাসভা।

শনিবার সকালে এ উপলক্ষে একটি শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সন্মেলনকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো:সাইদুল আরীফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ওয়াহেদ্দুন্নী, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বীরপ্রতীক আব্দুল হাই, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর বক্ত মিয়া, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. আনোয়ার হোসেন মন্ডল প্রমুখ।

আলোচনাসভায় বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন হওয়ার পর জনদুর্ভোগ, হয়রানি ও দুর্নীতি হ্রাস পেয়েছে। আগামীতে ভূমিসেবা আরো স্মার্ট করে নাগরিকদের আরো সেবা দেয়ার জন্য সরকার উদ্যোগ গ্রহন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর