রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

উলিপু‌রে প্রতিপ‌ক্ষের অ‌স্ত্রের আঘা‌তে একজনের মৃত‌্যু

রিপোর্টারের নাম / ১৩০ টাইম ভিউ
Update : রবিবার, ৯ জুন, ২০২৪

মানু:

কু‌ড়িগ্রা‌মের উলিপুরে প্রতিপ‌ক্ষের দেশীয় অ‌স্ত্রের আঘা‌তে মোক্তফ আলী (৪৮) না‌মের এক ব‌্যক্তির মৃত‌্যু হয়ে‌ছে। র‌বিবার (৯ জুন) দুপুর ১২টার দি‌কে উপ‌জেলার বেগমগঞ্জ ইউনিয়‌নের ব্রহ্মপুত্র নদ বে‌ষ্টিত ব‌্যাপারীপাড়া গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন উলিপুর থানার ও‌সি গোলাম মর্তুজা।
স্থানীয় ইউপি সদস‌্য শ‌ফিকুল ইসলাম জানান, ব‌্যাপারীপাড়া গ্রা‌মের মনছর আলীর ছে‌লে মোক্তফ আলীর স‌ঙ্গে একই গ্রা‌মের খয়ব‌র আলী গং‌দের স‌ঙ্গে জ‌মি নি‌য়ে বি‌রোধ চ‌লে আস‌ছিল। সম্প্রতি ব্রহ্মপুত্র ন‌দের ভাঙ‌নে মোক্তফ আলীর বসত ঘর ভে‌ঙে যায়। র‌বিবার সকা‌লে ব‌্যাপারীপাড়‌া নতুন চ‌রে বি‌রোধপূর্ণ জ‌মিতে ঘর তুল‌তে যান মোক্তফ আলী। এ সময় খয়বর আলীর ছে‌লে শ‌ফিকুল ইসলাম, হা‌নিফ আলীর ছে‌লে‌ মোন্তাজ, এনতাজ, নুর ইসলা‌মের ছে‌লে র‌বিউল ইসলাম অত‌র্কিতভা‌বে দেশীয় অস্ত্র দি‌য়ে মোক্তফ আলী‌র ওপর হামলা কর‌লে ঘটনাস্থ‌লে তার মৃত‌্যু হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) গোলাম মর্তুজা ব‌লেন, খবর পাওয়ার পর ঘটনাস্থ‌লে এসে‌ছি। প্রাথ‌মিক সুরতহাল শে‌ষে লাশ ময়নাতদ‌ন্তের জন‌্য ম‌র্গে পাঠানো হ‌চ্ছে। দীর্ঘ ১৭ বছর ধরে জ‌মি-জমা নি‌য়ে তা‌দের বি‌রোধ চ‌লে আস‌ছে। তারা সম্প‌র্কে মামা‌তো ফুফা‌তো ভাই ব‌লে জান‌তে পে‌রে‌ছি। এ বিষ‌য়ে পরবর্তী‌ আইনি ব‌্যবস্থা নেওয়া হ‌চ্ছে ব‌লেও জানায় ও‌সি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর