পীরগঞ্জে ৫ দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ
শেখ সমশের আলী, পীরগঞ্জ(ঠাকুরগাঁও):
সোমবার ১০জুন পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে ৫ দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজন করেন। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির জীবন জীবিকা বিষয়ের ১৪৪ জন শিক্ষক ৫ দিন ব্যাপী ও ডিজিটাল প্রযুক্তি বিষয়ে ৭১ জন শিক্ষককে ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে। জীবন ও জীবিকা বিষয়ের অকুপেশনাল স্কিল কোর্স ও ডিজিটাল প্রযুক্তি বিষয়ে শিক্ষকগণের জন্য নেটওয়ার্কিং ও প্রোগ্রামিং সংক্রান্ত প্রশিক্ষণ দিয়ে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।
১০ জন অভিজ্ঞ প্রশিক্ষক শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছেন। এ উপলক্ষে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন পীরগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার জহরুল হক, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল প্রমুখ।