বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

রাজারহাটে ৮টি ভূমিহীন-গৃহহীন পরিবারের কাছে জমি-বাড়ি হস্তান্তর

রিপোর্টারের নাম / ১৫০ টাইম ভিউ
Update : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

প্রহলাদ মন্ডল সৈকত:

আশ্রয়ন-২ প্রকল্পের পঞ্চম পর্বের দ্বিতীয় পর্যায়ে কুড়িগ্রামের রাজারহাটে মঙ্গলবার (১১জুন) উপজেলা অফিসার্স ক্লাবে ৮টি ভূমিহীন-গৃহহীন পরিবারের সুবিধাভোগীদের কাছে ২শতক জমির মালিকানা দলিলসহ পাকা বাড়ি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান অজয় কুমার সরকার, মহিলা ভাইসচেয়ারম্যান ফারজানা আক্তার সূবর্ণা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পিপিএম, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এসএ বাবলু ।

মঙ্গলবার (১১জুন) সকাল ১১টায় সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের আবাসন কর্মসূচি আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারাদেশে গৃহ ও ভূমিহীন পরিবারকে ১৮ হাজার ৫৬৬টি বাড়ি হস্তান্তরের উদ্বোধন করেন।

এর আগে স্থানীয়ভাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান অজয় কুমার সরকার, মহিলা ভাইসচেয়ারম্যান ফারজানা আক্তার সূবর্ণা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পিপিএম, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এসএ বাবলু, উপজেলা সমবায় আফিসার শাহালম সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোঃ মেসবাহুল হোসাইন, উপকার ভোগী বিশ্বজিৎ দাস প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর