শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন

উলিপুরে ভূমিহীন ও গৃহহীন ২০ পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর

রিপোর্টারের নাম / ৭৮ টাইম ভিউ
Update : বুধবার, ১২ জুন, ২০২৪

আঞ্চ‌লিক প্রতি‌নি‌ধি, কু‌ড়িগ্রাম:

কুুুুড়িগ্রামের উলিপুুুরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পঞ্চম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ২০ পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাভোগীদের জমির মালিকানা দলিলসহ বাড়ি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার সাজু।

এ সময় উপস্থিত ছিলেন, উলিপুর পৌর মেয়র মামুন সরকার মিঠু, সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মতি শিউলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজদ্দৌলা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী নিত্যানন্দ বর্মন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ‌্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর