সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১২:০৩ অপরাহ্ন

ঘোড়ার গাড়িতে শিক্ষককে রাজকীয় বিদায় জানালেন সহকর্মী ও শিক্ষার্থীরা

প্রকাশের সময়: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

সংবাদদাতা, কুড়িগ্রাম :

দীর্ঘ ৩৫ বছর চাকুরি জীবনের পর সহকারী শিক্ষক আব্দুল জলিলকে ফুলেল শুভেচ্ছা, ও বিদায়ী সংবর্ধনা দেয়ার পর, ঘোড়ার গাড়িতে করে রাজকীয়ভাবে পুরো শহর ঘুরিয়ে বাড়িতে পৌঁছে দেয়েছেন তার সহকর্মী শিক্ষক ও প্রাণপ্রিয় শিক্ষার্থীরা।

শিক্ষক আব্দুল জলিল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালের সহকারী শিক্ষক ছিলেন। তিনি তার সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে ছিলেন একজন সত্যিকারের পথিকৃৎ। ২১ আগষ্ট’২৫ বৃহস্পতিবার তাকে কর্মস্থলে এভাবেই চাকুরী জীবনের শেষ বিদায় জানান তার প্রিয় সহকর্মীসহ ও শিক্ষার্থীরা।

সহকারী শিক্ষক হিসেবে আব্দুল জলিল বিজ্ঞান বিভাগে দীর্ঘ জীবন সততা আর নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করে এসেছেন। তাই সবার সঙ্গে তার গড়ে ওঠেছে প্রীতি আর ভালোবাসার নিবিড় সম্পর্ক। বিদায়ের দিনে এক হৃদয়ঘণ মূহুর্তে হাজির হন প্রাক্তন শিক্ষার্থীসহ এলাকার নানা শ্রেণীর পেশাজীবি মানুষ।

বিদায় বেলায় তার শিক্ষার্থী রবিন বলেন, জলিল স্যার অত্যন্ত ভালো মানুষ ছিলেন, তিনি আমাদের বাবার মত সব সময় আদরও মমতা দিয়ে আমাদেরকে পাঠদান করতেন। আজ স্যারের বিদায় হলো,সত্যিই ভালো একজন স্যারকে স্কুল থেকে হারালো। আমরা স্যারের দীর্ঘায়ু কামনা করি।

সহকর্মী শিক্ষক আইয়ুব আলী ও ওবায়দুর হক বলেন, আজ আমরা একজন ভালো সহকর্মীকে বিদায় দিলাম। তিনি আমাদের সব সময় ভালো বিষয়ে পরামর্শ দিতেন। আমাদের সাথে তিনি সর্বদা ভালো আচরণ করতেন। তিনি প্রতিটি মূহুর্তে আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের পাঠদান করতেন। তার এই শূন্যতা জানিনা হয়তো কোনদিন পূরণ হবার নয়। আমরা দোয়া করি তিনি সবসময় ভালো থাকুক।

বিদায়ী শিক্ষক আব্দুল জলিল তার বিদায় বেলায় ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলেন, কখনো কল্পনা করতে পারিনি এত সম্মান ও বর্ণাঢ্য আয়োজনে আমার বিদায় হবে। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় আমি সত্যিই ধন্য। সেই সঙ্গে আমার জন্য সবাই দোয়া করবেন। আমিও সবার জন্য নামাজ পড়ে দোয়া করবো,আমার সবাই ভালো থাকি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর