বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে ফ্রিজের পঁচা-বাসী মাংস বিক্রি করার সময় হাতে নাতে আটক কসাই, ৩ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ভ্যান ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ীর মৃত্যু চোরদের আটক করে আনতে গিয়ে পুলিশের গাড়ির চাবি চুরি ! রাজারহাটে ২ শতাধিক প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কিটনাশক বিতরণ গাজায় যুদ্ধবিরতি: কারাবন্দি ৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরায়েল কুড়িগ্রামে ইউনিয়ন বিএনপির বিতর্কিত কমিটি সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল দ্বিতীয় বিয়ে করবে মালাইকা সরাসরি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের হাতে আছে আরো ২৪ ম্যাচ বিশ্ব মান দিবসে সচেতনতা বৃদ্ধির আহ্বান হয়রানি রোধে ১৫ অক্টোবর থেকে অনলাইনে জামিননামা
শারদীয় শুভেচ্ছা:
দেশ-বিদেশের সকল ধর্মাবল্মীদেরকে শরতের শারদীয় শুভেচ্ছা।- প্রধান সম্পাদিকা দিপালী রানী রায়। সকল গ্লানি মুছে যাক, জাগ্রত হোক বিবেক, পাঠক ও শুভাকাঙ্খীসহ দেশ-বিদেশের সকলকে শরতের শারদীয় শুভেচ্ছা- প্রকাশক ও সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত।

বাংলাদেশে প্রথমবারের মতো ভয়েস ওভার ওয়াই-ফাই সেবা চালু

রিপোর্টারের নাম / ২৭ টাইম ভিউ
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

Spread the love

বাংলাদেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ভয়েস ওভার ওয়াই-ফাই (VoWiFi) সেবা চালু করলো মোবাইল অপারেটর সেবা ভিত্তিক প্রতিষ্ঠান বাংলালিংক।

বিশেষ এই উদ্যোগ গ্রহণের জন্য সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব প্রতিষ্ঠানটিকে অভিনন্দন জানিয়েছেন।-খবর তোলপাড়।

শনিবার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ভয়েস ওভার ওয়াইফাই (VoWiFi) সেবা চালু করার জন্য বাংলালিংককে অভিনন্দন জানাই। সরকার দৃঢ়ভাবে প্রত্যাশা করছে, সব মোবাইল অপারেটর দ্রুত সারা দেশে VoWiFi চালু করবে, যাতে নগর ও গ্রামীণ সব ব্যবহারকারী সমানভাবে উপকৃত হন।

ফয়েজ আহমদ আরও জানান, এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আগস্ট মাসের শুরুতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) প্রয়োজনীয় নীতি ও নির্দেশনা প্রণয়নের জন্য চিঠি পাঠানো হয়েছে।

নতুন এই প্রযুক্তি সেবা মোবাইল ব্যবহারকারীদের জন্য ইনডোর কাভারেজ এবং কলের মান উন্নত করবে বলে আশা করা হচ্ছে।

VoWiFi কী?

ভয়েস ওভার ওয়াই-ফাই (VoWiFi) এমন একটি প্রযুক্তি যা মোবাইল ব্যবহারকারীদের মোবাইল নেটওয়ার্কের ওপর নির্ভর না করে, যে কোনো ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করে সাধারণ ভয়েস কল করার সুযোগ দেয়। ব্যবহারকারীর অভিজ্ঞতা একই থাকে, তবে কলটি সেলুলার নেটওয়ার্কের পরিবর্তে ওয়াই-ফাইয়ের মাধ্যমে সম্পন্ন হয়।

কীভাবে কাজ করে?

যখন কোনো মোবাইল ফোনে VoWiFi চালু থাকে এবং এটি একটি ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হয়, তখন ফোনটি প্রথমে একটি বিশেষ ধরনের পরিচয় যাচাই (EAP-SIM/EAP-AKA) রিকোয়েস্ট পাঠায়। এই রিকোয়েস্টটি একটি গেটওয়ের (ePDG-ইভল্ভড প্যাকেট ডেটা গেটওয়ে) মাধ্যমে মোবাইল অপারেটরের সার্ভারে পৌঁছায়। সেখানে থাকা AAA সার্ভার (Authentication, Authorization, Accounting) অপারেটরের গ্রাহক তথ্যভাণ্ডার HLR/HSS (Home Subscriber Server)-এর সঙ্গে যোগাযোগ করে সিম কার্ডের পরিচয় সম্পর্কিত তথ্য, যেমন IMSI নম্বর এবং এনক্রিপশন কি যাচাই করে।

যাচাই সফল হলে ফোন এবং অপারেটরের মূল নেটওয়ার্কের (IMS) মধ্যে একটি নিরাপদ আইপি সিকিউরিটি (IPSec) টানেল তৈরি হয়। এর ফলে, ব্যবহারকারী ওয়াই-ফাই ব্যবহার করলেও তার ডিভাইসটি কার্যত অপারেটরের নিজস্ব নিরাপদ মোবাইল নেটওয়ার্কের ভেতরে কাজ করতে থাকে।

VoWiFi-এর প্রধান প্রধান সুবিধা

উন্নত ইনডোর কাভারেজ : বেজমেন্ট, উঁচু ভবন বা গ্রামীণ এলাকার মতো স্থানে যেখানে মোবাইল সিগন্যাল সাধারণত দুর্বল থাকে, সেখানে VoWiFi কার্যকরভাবে কাজ করবে।

নেটওয়ার্ক চাপ হ্রাস : সেলুলার টাওয়ার থেকে ভয়েস ট্রাফিক অফলোড হওয়ায় সামগ্রিক নেটওয়ার্কের ওপর চাপ কমে, ফলে সেবার মান উন্নত হয়।

উন্নত কল কোয়ালিটি : এই প্রযুক্তির মাধ্যমে গ্রাহকরা স্পষ্ট এইচডি মানের ভয়েস কল এবং কম কল ড্রপ উপভোগ করতে পারবেন।

সাশ্রয়ী : বিশেষ করে আন্তর্জাতিক রোমিংয়ের ক্ষেত্রে স্থানীয় রেটে ওয়াই-ফাই ব্যবহার করে কল করা সম্ভব হবে, যা খরচ কমাতে সাহায্য করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর