শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি জাকারিয়া সাধারণ সম্পাদক জাহাঙ্গীর নেপালের ‘নেপো কিডস’দের গল্প, যাদের বিলাসিতায় ক্ষুব্ধ জেন-জি’রা বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ফেরেশতে’ ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন ৮ মাসে দিনাজপুরের এক উপজেলাতেই শতাধিক আত্মহত্যা আগামী ৩ দিনে বিপৎসীমা অতিক্রম করতে পারে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি চিতা তার দাগ বদলায় না, জামায়াতের উত্থানে ভারতের সাবেক রাষ্ট্রদূত রংপুরে এ্যানথ্রাক্স রোগে ২ জনের মৃত্যু ফিনান্সিয়াল টাইমস: হাসিনার আমলে কোটি কোটি ডলার পাচারের কাহিনী উলিপুরের পাগলা হোটেল মানসিক ভারসাম্যহীনদের জন্য এক আশ্রয়স্থল
শুভেচ্ছা বার্তা:
দৈনিক তোলপাড় পত্রিকা ৯ম বর্ষে পর্দাপণ করায় সকলকে আন্তরিক শুভেচ্ছা- প্রধান সম্পাদক

রংপুরে এ্যানথ্রাক্স রোগে ২ জনের মৃত্যু

রিপোর্টারের নাম / ১৬ টাইম ভিউ
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

Spread the love

রংপুরের পীরগাছা উপজেলায় ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে এ্যানথ্রাক্স। গত দুই মাসে এ রোগে আক্রান্ত হয়েছেন শতাধিক মানুষ। ইতোমধ্যেই প্রাণ হারিয়েছেন দুইজন। পাশাপাশি মারা গেছে প্রায় ১ হাজার গবাদি পশু।

গত আগস্ট মাসে অসুস্থ গরুর মাংস কাটতে গিয়ে সংক্রমিত হন উপজেলার পারুল ইউনিয়নের মাইটাল এলাকার কৃষক আব্দুর রাজ্জাক। কয়েক দিনের মধ্যেই তার শরীরে জ্বর, ফোড়া ও ঘা ছড়িয়ে পড়ে। পরে তাকে রংপুর কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।-খবর তোলপাড়।

একই ইউনিয়নের আনন্দী ধনিরাম গ্রামের গৃহিণী কমলা বেগমও অসুস্থ গরুর মাংস রান্না করতে গিয়ে আক্রান্ত হন। কয়েকদিনের মধ্যে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ৬ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এখনও তার পরিবারের তিন সদস্য সংক্রমিত অবস্থায় চিকিৎসাধীন।

আক্রান্তদের একজন দুলাল মিয়া বলেন, আমরা বুঝতে পারিনি অসুস্থ গরুর মাংস খেলে বা ছুঁলেই এমন রোগ হয়। মায়ের মৃত্যু হয়েছে, আমি, আমার বোন আর আমার নাতি আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছি।

পারুল ইউনিয়নের বিরাহীম গ্রামের হুমায়ন খান জানান, চলতি বছরের কোরবানির ঈদের পর থেকে অ্যানথ্রাক্স রোগ ছড়িয়ে পরে। এই এলাকায় শত শত গবাদি পশু আক্রান্ত হলেও প্রাণিসম্পদ কর্মকর্তারা কোনো ব্যবস্থা নেননি। সঠিক সময় গরুর চিকিৎসা দিলে আক্রান্তের হার কমিয়ে আসতো বলে জানান তিনি।

রংপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু ছাঈদ জানান, আক্রান্ত পশুর নমুনা পরীক্ষায় এ্যানথ্রাক্স ধরা পড়েছে। ইতোমধ্যেই পীরগাছা ও আশপাশে ৩২ হাজার পশুকে টিকা দেওয়া হয়েছে। কার্যক্রম চলমান আছে। আশা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা বলেন, আমরা বিষয়টি আইইডিসিআরকে জানিয়েছি। তবে তাদের নিজে এসে নমুনা সংগ্রহ করা উচিত।

প্রাণি বিশেষজ্ঞ তাহের উদ্দিন ঠাকুর জানান, উপজেলা প্রশাসনের উচিৎ পশু জবাইয়ের সময় তা পরীক্ষা নিরীক্ষা করে জবেহ করা। আক্রান্ত পশু কোন ভাবেই জবাই করা ও এর মাংস বিক্রি বন্ধ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর