শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি জাকারিয়া সাধারণ সম্পাদক জাহাঙ্গীর নেপালের ‘নেপো কিডস’দের গল্প, যাদের বিলাসিতায় ক্ষুব্ধ জেন-জি’রা বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ফেরেশতে’ ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন ৮ মাসে দিনাজপুরের এক উপজেলাতেই শতাধিক আত্মহত্যা আগামী ৩ দিনে বিপৎসীমা অতিক্রম করতে পারে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি চিতা তার দাগ বদলায় না, জামায়াতের উত্থানে ভারতের সাবেক রাষ্ট্রদূত রংপুরে এ্যানথ্রাক্স রোগে ২ জনের মৃত্যু ফিনান্সিয়াল টাইমস: হাসিনার আমলে কোটি কোটি ডলার পাচারের কাহিনী উলিপুরের পাগলা হোটেল মানসিক ভারসাম্যহীনদের জন্য এক আশ্রয়স্থল
শুভেচ্ছা বার্তা:
দৈনিক তোলপাড় পত্রিকা ৯ম বর্ষে পর্দাপণ করায় সকলকে আন্তরিক শুভেচ্ছা- প্রধান সম্পাদক

আগামী ৩ দিনে বিপৎসীমা অতিক্রম করতে পারে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি

রিপোর্টারের নাম / ১৩ টাইম ভিউ
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

Spread the love

আগামী ৩ দিনে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমারসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর ফলে শরতেও আবার বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ে তিস্তা নদীর পানি লালমনিরহাট ও নীলফামারী জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।-খবর তোলপাড়।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে রংপুর বিভাগের কিছু এলাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু অংশ এবং ভারতের ত্রিপুরা ও আসাম প্রদেশের উজানে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে।

আগামী ৭২ ঘণ্টা (১২ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের মেঘালয়, ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ ও সিকিম প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাব রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানির সমতল বৃদ্ধির দিকে যেতে পারে।

এ সময় তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া টাঙ্গন, পুনর্ভবা, আপার আত্রাই, আপার করতোয়া ও ঘাঘট নদীর পানি সমতলও আগামী তিন দিনে বৃদ্ধি পেতে পারে।

ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি আগামী ২৪ ঘণ্টা স্থিতিশীল থাকতে পারে। তবে পরবর্তী চার দিনে পানি বৃদ্ধি পেতে পারে, যদিও তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর