রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

প্রকাশের সময়: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

সংবাদদাতা, পিরোজপুর:

বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের অনুকূলে আর্থিক সহায়তা চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে বিআরটিএ পিরোজপুর সার্কেল আয়োজনে এবং জেলা প্রশাসকের সহযোগিতায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, বরিশাল বিআরটিএর পরিচালক জিয়াউর রহমান, পিরোজপুর বিআরটি এর সহকারী পরিচালক মোবারক হোসেন।

এ সময় পিরোজপুর জেলার পাঁচজন ও ঝালকাঠি জেলার নয়জন ভুক্তভোগী পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় বাস মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নিহত পরিবারকে ৫ লাখ টাকা, পঙ্গু হয়ে যাওয়া ব্যক্তিকে ৩ লাখ টাকা এবং আহতদের ১ লাখ টাকা করে অনুদান দেয়া হয়।

বক্তারা সড়ক দুর্ঘটনার নানান কারণ এবং তা কমিয়ে আনার উপায় নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “অনেকেই সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলেও সরকারের আর্থিক সহায়তার বিষয়টি জানেন না। তাই এ বিষয়ে ব্যাপক প্রচারণা চালানো জরুরি।”

তিনি আরও জানান, দুর্ঘটনা কমিয়ে আনতে সরকার নানান পদক্ষেপ গ্রহণ করেছে, যা সঠিকভাবে বাস্তবায়ন হলে দুর্ঘটনা হ্রাস পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর