শিরোনাম
শারদীয় শুভেচ্ছা:
শারদোৎসব ১৪৩২


বিপুল চন্দ্র রায়
রাজারহাট-কুড়িগ্রাম, বাংলাদেশ।
আজি দিগন্তে শারদোৎসব, ১৪৩২-এর বাঁকে—
নতুন সাজে সেজে উঠেছে বাংলার ঘরে ঘরে।
আশ্বিনের মেঘে সোনারোদ দিকে দিকে হাসে,
জগতজননী মা আসিবেন ধরার বুকে।
পঞ্চমী হতে দশমী উৎসবের রেশ চলে,
নব-সাজে বঙ্গবাসী খুশির ঢেউ তোলে।
মণ্ডপে মণ্ডপে ভিড় হাসি আর কোলাহল,
আলোয় ভরা চারদিক প্রাণময় উচ্ছল।
জগতজননী রূপে মা পূজিতা ভক্তিভরে—
সকল দুঃখ দূর করে শান্তি দেন ঘরে ঘরে।
বিজয়ার শুভেচ্ছা জানাই এই শুভলগ্নে—
সুখে থাকুক বিশ্বের জন শান্তি ফিরুক ভুবনে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর