কুড়িগ্রামে ১০৭ টি পূজা মন্ডপে তারেক রহমানের শারদীয় শুভেচ্ছা ও অনুদান


সংবাদদাতা, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোট ১১২ টি পূজা মন্ডপের মধ্য ১০৭ টি পুজা মন্দিরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা হিসেবে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর’২৫ থেকে ২ অক্টোবর’২৫ পর্যন্ত শ্রমিকদের দিনব্যাপী ১০৭টি পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় কালে তারেক রহমানের পক্ষে এ অনুদান প্রদান করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, (রংপুর বিভাগ) উলিপুর উপজেলার কৃতি সন্তান, উলিপুর ৩ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জননেতা মোঃ আব্দুল খালেক।
এ সময় তার সাথে ছিলেন পূজা উদযাপন ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব স্বপন কুমার সাহা সহ উলিপুর উপজেলার বিভিন্ন স্তরের নেতা- কর্মী।
অনুদান বিতরন কালে আব্দুল খালেক বলেন, হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে ভারতীয় মদদে একটি মহল ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। এ ব্যাপারে তিনি সকলকে সজাগ থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষা করা সকলের দায়িত্ব। আর বিএনপি সব সময় আপনাদের পাশে ছিল এবং থাকবে। অনুদান গ্রহণকালে পূজা উদযাপন পরিষদের নেতারা বিএনপি পরিবারের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং আগামীতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।