ভেড়ামারা চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন ও ঈদ পুনর্মিলনী
জাহাঙ্গীর হোসেন জুয়েল, কুষ্টিয়া:
কুষ্টিয়ার ভেড়ামারার চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন ও এসএসসি ব্যাচ ২০০৮ সালের ঈদ পুনর্মিলনী উপলক্ষে আজ ব্যতিক্রমধর্মী জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন। চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ফুল বাগানে বৃক্ষরোপনের মধ্যে দিয়ে অত্র স্কুলের এসএসসি ব্যাচ ২০০৮ সালের ছাত্র-ছাত্রীরা ঈদ পুনর্মিলনী উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানো, আলোচনা সভা, দোয়া, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক। বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু. উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক হোসেন, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ। অনুণ্ঠান পরিচালনা করেন অত্র স্কুলের এসএসসি ব্যাচ ২০০৮ এর প্রাক্তন ছাত্র বাবুল হোসেন।