রাজারহাটে সোনাবর আমতলা সনাতন গীতা সংঘ পাঠাগারের উদ্বোধন


প্রহলাদ মন্ডল সৈকত:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নেরসোনাবর আমতলা সার্বজনীন গোবিন্দ ও দূর্গা মন্দির ‘সনাতন গীতা সংঘ’ পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।
শারদীয় দূর্গা পূজার মহাষ্টমী তীথিতে এই পাঠাগারটি উদ্বোধন করা হয়। এটি উদ্বোধন করেন ওই মন্দির কমিটির সাবেক সভাপতি শ্রী যুক্ত বাবু হরিশ্চন্দ্র রায়।
এসময় বক্তব্য রাখেন সোনাবর আমতলা সর্বজনীন গোবিন্দ মন্দিরের সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ রায়, অবসরপ্রপাপ্ত শিক্ষক মহেন্দ্রনাথ রায়, প্রভাসক অনন্ত দেব, অবসরপ্রপাপ্ত শিক্ষক কৃষ্ণ রায়, সমাজসেবক স্বপন কুমার রায়, শিক্ষক পবিত্র কুমার রায় ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রণব কুমার সত্যব্রত।
উক্ত ধর্মীয় পাঠাগারটি একটি অস্থায়ী ভবনে স্থাপন করা হয়েছে।
সপ্তাহে একদিন খোলা থাকবে এ পাঠাগার।
পাঠাগারটি ধর্মীয় বই, বেদ, পুরান, রামায়ন, মহাভারত, উপনিষদ, গীতা দিয়ে সাজানো রয়েছে। এছাড়া এ মন্দিরে রয়েছে একটি ধর্ম মন্ত্রালয় কর্তৃক পরিচালিত ধর্মীয় স্কুল, ঋষি বিদ্যাপীঠের শাখা এবং একটি শ্মশান।
পাঠাগারটি চালু হওয়ায় এলাকার সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় শিক্ষা মূলক বিভিন্ন প্রকারের বই সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবেন।