ফুলবাড়ীতে খাবারের মান নিম্ন হওয়ায় দুই হোটেল ব্যবসায়ীর জরিমানা
এমদাদুল হক মিলন, ফুলবাড়ী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হোটেলে খাবারের মান নিম্নমানের থাকায় এবং মূল্য তালিকা না থাকায় দুই হোটেল ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলার বালারহাট বাজারে কুড়িগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম মাসুম দৌল্ল্যার এক অভিযান পরিচালনা করেন।
এ সময় নিম্নমানেন খাবার ও মূল্য তালিকা না থাকায় আর এম হোটেলের মালিক দুদুল মিয়ার ৩ হাজার টাকা ও সিঙ্গারা হাউজের মালিক চেংটু চন্দ্র সেনের ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন। বালারহাট বাজারে কুড়িগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের অভিযান পরিচালনার খবরে মুহুর্তের মধ্যে বালারহাট বাজারের সমস্ত দোকান পাঠ বন্ধ করে ব্যবসায়ীরা সটকে পড়েন। পরে দুই একটি দোকান পাঠ খোলা থাকলে তাদের মাঝে জনসচেতন মূলক পরামর্শ প্রদান করেন ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক।
এ ব্যাপারে কুড়িগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক অভিযান এস এম মাসুম দৌল্ল্যা জানান, একদিকে হোটেলে নিম্নমানের খাবার, অন্য দিকে মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।