বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বাচন কমিশনের নিবন্ধন পেল এনসিপিসহ ৩ রাজনৈতিক দল নতুন ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ আমি এসেছি নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ যুবতী গ্রেফতার কুড়িগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থী আপন দুই সহোদরকে নিয়ে আলোচনার ঝড় দুপুর হলেই ছুটি দিয়ে চলে যান রাজারভিটা ফাজিল ও আলিম মাদ্রাসার শিক্ষকরা ! “তিস্তা নদীর ভাঙন স্থায়ী বাধ ছাড়া সম্ভব নয়” -রাজারহাটে কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ রাজারহাটে তারুণ্যের উৎসবে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কু‌ড়িগ্রা‌মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠকের পদত্যাগ

কু‌ড়িগ্রা‌মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠকের পদত্যাগ

প্রকাশের সময়: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

Spread the love

সংবাদদাতা, কুড়িগ্রাম:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা শাখার মুখ্য সংগঠক মো. সাদিকুর রহমান পদত্যাগ করেছেন।

রোববার (২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে সাদিকুর রহমান লিখেছেন, “ছয় মাস মেয়াদের এই কমিটি ‘বহু আগেই কার্যত বিলুপ্ত’ হয়ে গেছে।” তার ভাষায়, সংগঠনের জেলা কমিটির অনেক সদস্য এখন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন।

আগে যারা অরাজনৈতিক ছিলেন, তাদের একটি বড় অংশ এখন ছাত্রশক্তির সঙ্গে কাজ করছেন। অন্যদিকে, বিভিন্ন উপজেলায় বৈষম্যবিরোধীর অনেক সদস্য ছাত্রদল, গণঅধিকার পরিষদ কিংবা ছাত্রইউনিয়নের সঙ্গে যুক্ত হয়েছেন।’

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে যারা ‘বৈষম্যবিরোধী’ ব্যানারে সক্রিয় থাকার চেষ্টা করছেন, তাদের মধ্যে কেউ কেউ জেলা ছাত্রশিবিরের ছাত্র আন্দোলনবিষয়ক সম্পাদক কিংবা ফুলকুঁড়ি আসরের সাবেক সভাপতি।

এটি অপরাধ নয় উল্লেখ ক‌রে তিনি লিখেছেন, ‘তবে স্পষ্ট যে তারা একটি নির্দিষ্ট মতাদর্শে বিশ্বাসী।’

সাদিকুর রহমানের মতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা সংগঠনের ‘ সার্বজনীনতা ও বিশ্বাসযোগ্যতা নষ্ট করবে।’

তিনি অভিযোগ করে বলেন, সংগঠনের সদস্য সচিব হাসান ইমামকে সম্পূর্ণ এড়িয়ে রিফাত রশিদ সম্প্রতি একটি সিদ্ধান্ত নিয়েছেন, যা এই ব্যানারকে বিতর্কিত করার প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়।

এই প্রেক্ষাপটে তিনি মন্তব্য করেন, ‘এই ব্যানার আরও বিতর্কিত হওয়ার আগে সরে দাঁড়ানোই শ্রেয়।’
তাই ভবিষ্যতে যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুনরায় সক্রিয় হয়, তবে জুলাই আন্দোলনের আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে নতুনভাবে কমিটি গঠনের আহবান জানান সাদিকুর রহমান।

তিনি বলেন, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে আমি ফেসবুকে ঘোষণা দিয়ে পদত্যাগ করেছি। পদত্যাগের সকল ফর্মালিটি জেনে তারপর লিখিত পদত্যাগপত্র জমা দিবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর