নতুন ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

রাষ্ট্রের পক্ষে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনার জন্য নতুন করে ৪১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এজিএ) নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন।-খবর তোলপাড়।
নতুন নিয়োগ পাওয়া আইনজীবীরা এখন থেকে সরকারের পক্ষে সুপ্রিম কোর্টে বিভিন্ন মামলায় প্রতিনিধিত্ব করবেন। তারা নিয়মিতভাবে রাষ্ট্রের পক্ষে আইনগত কার্যক্রমে অংশ নেবেন বলে জানা গেছে।
এর আগে চলতি বছর আগস্টে দুই ধাপে ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছিল সরকার। তারও আগে, ১৩ আগস্ট নয়জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়।
আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই নিয়োগের মাধ্যমে সরকারের পক্ষে আদালতে আইনগত কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরভাবে সম্পাদনের সুযোগ তৈরি হবে। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্য থেকে বেশিরভাগই সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করে আসছেন।
চলতি বছরই অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নেন আইনজীবী মো. আসাদুজ্জামান। এরপর থেকে ধাপে ধাপে রাষ্ট্রপক্ষের পক্ষে আইনজীবী নিয়োগ ও পুনর্গঠনের কাজ চালিয়ে যাচ্ছে সরকার।







