নির্বাচন কমিশনের নিবন্ধন পেল এনসিপিসহ ৩ রাজনৈতিক দল

আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে নতুন করে ৩ টি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ও বাংলাদেশ আমজনগণ পার্টি।-খবর তোলপাড়।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, “চূড়ান্ত পর্যালোচনা শেষে তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এখন দাবি-আপত্তি চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই গেজেট প্রকাশ করা হবে।”
তিনি আরও জানান, বুধবার (৫ নভেম্বর) পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর ১২ নভেম্বর পর্যন্ত দাবি বা আপত্তি জানানো যাবে। নির্ধারিত সময় শেষে তা নিষ্পত্তি করে দলগুলোর নিবন্ধন গেজেট আকারে প্রকাশ করবে নির্বাচন কমিশন।
এর আগে নির্বাচন কমিশনে মোট ১৪৩টি রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন করেছিল। প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর ২২টি দলের বিষয়ে মাঠপর্যায়ে তদন্ত করা হয়। তদন্ত শেষে সাতটি দলকে ‘অযোগ্য’ ঘোষণা করে ইসি জানায়, তারা ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি।
ইসি সচিব বলেন, “বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির বিষয়ে একটি রিট মামলা হাইকোর্টে বিচারাধীন আছে। আদালতের রায় পাওয়ার পর তাদের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।”
তিনি জানান, তদন্তে দেখা গেছে অনেক দলের রাজনৈতিক কার্যক্রমে ধারাবাহিকতা নেই। বিশেষ করে জাতীয় জনতা পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (শাহজাহান সিরাজ) ও বাংলাদেশ জাতীয় লীগকে যাচাই শেষে বাদ দেওয়া হয়েছে।
ইসির নিয়ম অনুযায়ী, নিবন্ধন পেতে রাজনৈতিক দলকে অন্তত এক-তৃতীয়াংশ জেলায় সাংগঠনিক কাঠামো ও অন্তত ১০০টি উপজেলা কমিটি গঠন করতে হয়। প্রতিটি কমিটিতে ন্যূনতম ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়। এছাড়া আগের নির্বাচনে সংসদ সদস্য থাকা বা পাঁচ শতাংশ ভোট পাওয়াও নিবন্ধনের যোগ্যতা হিসেবে বিবেচিত হয়।







