রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন

ঢাকা থেকে নির্বাচন করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ, স্বতন্ত্র প্রার্থিতার ইঙ্গিত

প্রকাশের সময়: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকেই প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনের ভোটার স্থানান্তরের আবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “যেহেতু ঢাকা থেকে নির্বাচন করবো এটা মোটামুটি নিশ্চিত। নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসলাম, যাতে ভোটটা অপচয় না হয়।”-খবর তোলপাড়।

তিনি আরও বলেন, “আমি যদিও আগে ভোটার ছিলাম, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি। আমি ভোটার হওয়ার পর দুটি নির্বাচন হয়েছে—২০১৮ ও ২০২৪ সালে। তখন কেউই ভোট দিতে পারেনি। এবার অন্তত ভোট দিতে পারি, সেই সুযোগটা নিশ্চিত করলাম।”

কোন দল থেকে প্রার্থী হচ্ছেন—এমন প্রশ্নে আসিফ মাহমুদ জানান, “এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করার, তারপর দেখা যাক কী হয়।” বিএনপি এই আসন ফাঁকা রেখেছে কি না জানতে চাইলে তিনি বলেন, “আমার কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি। কেউ আসন ফাঁকা রাখলো কি রাখলো না, সেটা আমার জানার বিষয় নয়। আমি আমার সিদ্ধান্ত এককভাবেই নেব।”

অন্তর্বর্তী সরকারের পদ থেকে পদত্যাগ প্রসঙ্গে উপদেষ্টা আসিফ বলেন, “নিশ্চিতভাবেই আমি নির্বাচন করবো। তবে কখন পদত্যাগ করবো, সেটি সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনার ওপর নির্ভর করছে। শিগগিরই বিষয়টি জানানো হবে।”

জুলাই সনদ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “জুলাই সনদ নিয়ে এখন কিছু বলা যাচ্ছে না। সরকার জনগণকে নিয়েই ভাবছে। বিচার, সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তরের কাজ একসঙ্গেই চলছে। এ মাসেই বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।”

নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, “আমি সরকার থেকে পদত্যাগ করে ধানমন্ডি এলাকায় থাকার পরিকল্পনা করেছি। যেখানে থাকবো, সেখান থেকেই ভোটার হয়েছি। নির্বাচনে অংশ নেওয়ার জন্য জায়গা নয়, বরং নাগরিক পরিচয়টাই গুরুত্বপূর্ণ।”

ঢাকা-১০ আসনটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত। এই আসনে এখন পর্যন্ত বিএনপি প্রার্থী ঘোষণা করেনি, তবে জামায়াত প্রার্থী হিসেবে আইনজীবী জসীম উদ্দিন সরকারকে মনোনয়ন দিয়েছে।

থানা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা-১০ আসনের মোট ভোটার সংখ্যা তিন লাখ সাতাশি হাজার দুইশ আটত্রিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর