জি-মেইলের জায়গা খালি করার সহজ ৫ কৌশল
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
জি-মেইলের স্টোরেজ দ্রুত পূর্ণ হয়ে গেলে গুরুত্বপূর্ণ ই–মেইল পাঠানো বা গ্রহণে সমস্যা দেখা দেয়। এমনকি জিমেইলের বিভিন্ন সুবিধাও ঠিকভাবে ব্যবহার করা যায় না। নির্ধারিত স্টোরেজের বেশি জায়গা ব্যবহার করতে চাইলে গুগল অতিরিক্ত অর্থ নেয়। তবে সামান্য সচেতনতা ও কিছু কৌশল মেনে চললেই বিনা খরচে জিমেইলের স্টোরেজ খালি করা সম্ভব।
জিমেইলের জায়গা খালি রাখার ৫টি কার্যকর উপায়—
১. ট্র্যাশ ও স্প্যাম ফোল্ডার খালি করুন
ই–মেইল মুছে ফেললেও তা সঙ্গে সঙ্গে স্থায়ীভাবে ডিলিট হয় না। ট্র্যাশ ও স্প্যাম ফোল্ডারে এসব ই–মেইল ৩০ দিন পর্যন্ত সংরক্ষিত থাকে এবং এই সময়েও স্টোরেজ দখল করে রাখে। তাই নিয়মিত ট্র্যাশ ও স্প্যাম ফোল্ডার খালি করা জরুরি।
২. বড় অ্যাটাচমেন্টযুক্ত ই–মেইল মুছে ফেলুন
ই–মেইলের সবচেয়ে বেশি জায়গা দখল করে থাকে বড় অ্যাটাচমেন্ট। অপ্রয়োজনীয় ফাইলসহ ই–মেইল মুছে দিলে সহজেই অনেক জায়গা খালি হয়। জিমেইলের সার্চ বক্সে
has:attachment larger:10M
লিখলে ১০ মেগাবাইটের বেশি আকারের ই–মেইলগুলো একসঙ্গে দেখা যাবে।
৩. নিউজলেটার ও প্রমোশনাল ই–মেইল আনসাবস্ক্রাইব করুন
প্রমোশনস ট্যাবে জমে থাকা বিজ্ঞাপন, অফার ও নিউজলেটার অপ্রয়োজনে স্টোরেজ ভরে ফেলে। একই ধরনের ই–মেইল বারবার এলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাবস্ক্রিপশন বাতিল করা উচিত।
বিজ্ঞাপন
৪. গুগল ওয়ান স্টোরেজ ম্যানেজার ব্যবহার করুন
গুগল ওয়ানের স্টোরেজ ম্যানেজারের মাধ্যমে এক জায়গায় জিমেইল, গুগল ড্রাইভ ও গুগল ফটোসের স্টোরেজ ব্যবহারের চিত্র দেখা যায়। কোন ফাইল বা ই–মেইল বেশি জায়গা দখল করছে তা শনাক্ত করে সহজেই মুছে ফেলা যায়।
৫. বড় ফাইল পাঠাতে ক্লাউড লিংক ব্যবহার করুন
বড় ছবি বা ভিডিও সরাসরি ই–মেইলে পাঠালে স্টোরেজ দ্রুত ভরে যায়। এর পরিবর্তে গুগল ড্রাইভ বা অন্যান্য ক্লাউড সার্ভিসে ফাইল আপলোড করে লিংক শেয়ার করলে জিমেইলের জায়গা বাঁচে।
এই কয়েকটি কৌশল নিয়মিত অনুসরণ করলে অতিরিক্ত অর্থ খরচ না করেই জিমেইলের স্টোরেজ সমস্যা সহজেই সমাধান করা সম্ভব।









Chief Editor-Dipali Rani Roy