বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১২:৪১ পূর্বাহ্ন
ঢাকার কেরানীগঞ্জে পারিবারিক দ্বন্দ্বের জেরে কোরআন শরীফ ছিড়ে অবমাননা করার দায়ে সাইফুল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সাইফুল কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া ছাতীরচর এলাকার সিরাজ ফকিরের ছেলে।
বৃহস্পতিবার রাত ৯টায় কলাতিয়া এলাকার নিজ বাড়িতে ঝগড়ার এক পর্যায়ে কোরআন শরীফ অবমাননা করার পর মধ্যরাতে(৫ মে) তাকে গ্রেফতার করা হয়েছে।-খবর তোলপাড় ।
ঘটনা বিবরণে জানা যায় সাইফুল ইসলাম তার প্রথম স্ত্রী কুলসুমের পরকীয়া প্রেম আছে এমন সন্দেহ স্ত্রীকে কোরআন নিয়ে শপথ করতে বলে। স্ত্রী তাতে অসম্মতি জানালে ঝগড়াঝাঁটির এক পর্যায়ে সে পবিত্র কোরআন শরীফ ছিড়ে পদদলিত করে এবং মাটিতে ছুড়ে ফেলে দেয়। এ ঘটনায় স্ত্রী চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা পুলিশের খবর দিলে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তাৎক্ষণিক সাইফুলকে গ্রেফতার করে।
কলাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান তাহের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান পবিত্র কোরআন শরীফ অবমাননার দায়ে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে।