রাজারহাটে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত
আমিনুল ইসলাম:
কুড়িগ্রামের রাজারহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৮আগষ্ট) বিকেল ৫টায় উপজেলার সমবায় মার্কেটে এ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজারহাট উপজেলা শাখার সভাপতি আব্দুল করিম ব্যাপারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন রংপুর মহানগর রংপুর বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক এ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম।
বিশেষ অতিথি ইসলামী আন্দোলনের কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ইসলামী আন্দোলন কুড়িগ্রাম সদর থানার সভাপতি আলহাজ্ব আব্দুল বাতেন, কুড়িগ্রাম জেলার জাতীয় ওলামা মাসায়েক আইমা পরিশোধ সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি মোজাম্মেল হক আইমানী, ইসলামী আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার উপদেষ্টা ডাঃ আবুল কালাম আজাদ, ইসলামী শিক্ষক ফোরাম কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবু তালেব।
বক্তারা ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত এবং তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তোলেন।