ভেড়ামারাবাসীর আস্থা অর্জনে শতভাগ সফল জানিয়েছে আওয়ামী লীগ নেতা পান্না বিশ্বাস
জাহাঙ্গীর হোসেন জুয়েল, কুষ্টিয়া:
কুষ্টিয়া জেলা পরিষদের (ভেড়ামারা) শূন্য হওয়া পদে নির্বাচন করবেন আওয়ামী লীগের অন্যতম নেতা ও বিশিষ্ট সমাজ সেবক জাহাঙ্গীর আলম পান্না বিশ্বাস।
জাহাঙ্গীর আলম পান্না বিশ্বাস আওয়ামী লীগ রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে জড়িত। বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জাহাঙ্গীর আলম পান্না বিশ্বাস জেলা পরিষদের শূন্য হওয়া পদে নির্বাচনে তার অংশগ্রহণের ব্যাপারে সকলের দোয়া সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, নির্বাচনে বিজয়ী হলে জেলা পরিষদের মাধ্যমে সামাজিক উন্নয়ন অগ্রগতি ও দেশ সেবার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রেখে তিনি তার জনপ্রতিনিধিত্বশীল কর্মসূচি এগিয়ে নেবেন।
উল্লেখ্য, কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং পরপর দুইবার জেলা পরিষদের সদস্য পদে নির্বাচিত ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল পদত্যাগ করেন। শূন্য হয়েছে জেলা পরিষদের ভেড়ামারা অঞ্চলের সদস্য পদ। উক্ত শূন্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাহাঙ্গীর আলম পান্না বিশ্বাস।