রাজারহাটে নিখোঁজ মাছ শিকারীর লাশ উদ্ধার
প্রহলাদ মন্ডল সৈকত:
কুড়িগ্রামের রাজারহাটে নিখোঁজ মাছ শিকারীর লাশ ১৫ঘন্টা পর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১২সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাছ শিকারী রফিকুল ইসলামের(৪৫) লাশ উপজেলার ঘড়িয়াডাঙ্গা ইউনিয়নের সিঙ্গের ডাবরীহাটের দক্ষিণে ভাটারপাড় এলাকার সরকারি খাস পুকুরে ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে তার বাড়ির লোকজন ছুটে এসে এলাকাবাসীর সহযোগীতায় পুকুর থেকে লাশ উত্তোলন করে।
রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। রফিকুল ইসলাম ওই ইউনিয়নের চেতনা গ্রামের মৃত অকিমুদ্দিনের ছেলে।
বুধবার(১১সেপ্টেম্বর) বিকালে বরশি দিয়ে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয় রফিকুল। রাতে বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজখুঁজি করতে থাকে। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তার লাশ শনাক্ত করে পরিবারের লোকজন। মাছ ধরতে গিয়ে পা ফসকে পুকুরে পড়ে যেতে পারে বলে উপস্থিত ব্যক্তিগণ ধারনা করেছেন।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। লাশের গায়ে কোন আঘাতে চিহৃ পাওয়া যায়নি। তাই লাশ দাফনের জন্য পরিাবারের কাছে হস্তান্তর করা হয়েছে।