ইরি-বোরো ধান-চাল সংগ্রহ, রাজারহাটে ডিজিটাল লটারীর মাধ্যমে ৪১৩ কৃষক নির্বাচিত
প্রহলাদ মন্ডল সৈকত/রফিকুল ইসলাম:
কুড়িগ্রামের রাজারহাটে ইরি-বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের ডিজিটাল লটারীর মাধ্যমে ৪১৩জন কৃষক নির্বাচিত করা হয়েছে।
সোমবার(১৩মে) দুপুরে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মোবাইলএ্যাপস এর মাধ্যমে ডিজিটাল লটারীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি প্রতিনিধি এরশাদুন্নবী নবীন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রাজারহাট উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক(ভারপ্রাপ্ত) মোঃ মেসবাহুল হোসাইন, রাজারহাট উপজেলা খাদ্য গুদামের ওসিএলএসডি শরীফ আহম্মেদ, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত প্রমূখ।
এবারে প্রতিজন কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান ৩২টাকা দরে এবং প্রতি কেজি চাল ৪৫টাকা ও প্রতিকেজি আতপ চাল ৪৪টাকা দরে ক্রয় করবেন।
প্রতিজন কৃষক ৩ মে.টন ধান বিক্রয় করতে পারবেন।
এবছরে কৃষকের কাছ থেকে মোট ১২৪০ মে.টন ধান ও মিলারদের কাছ থেকে ১৬৮৪ মে.টন চাল এবং ৪০ মে. টন আতপ চাল ক্রয় করবেন বলে উপজেলা খাদ্য অফিস জানিয়েছেন।#