সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন

রাজারহাটে অগ্নিকান্ডে ২টি বাড়ি ভস্মিভূত হয়ে প্রায় ৩লক্ষাধিক টাকার ক্ষতি

রিপোর্টারের নাম / ৬৮ টাইম ভিউ
Update : সোমবার, ১৩ মে, ২০২৪

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে ভয়াবহ অগ্নিকান্ডে ২টি বাড়ি আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে প্রায় ৩লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। বর্তমানে পরিবার দু’টি খোলা আকাশের নীচে বাস করছে।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ পরিবার দু’টি জানান, রোববার(১৩মে) রাত আড়াইটার দিকে উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ন গ্রামের বাছির উদ্দিনের ছেলে মকবুল হোসেনের বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখতে পায় বাড়ির লোকজন। তাদের আত্ম চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা চালায়।

কিন্তু ততোক্ষনে তার ভাই নুর ইসলামের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনের শিখায় বাড়ি দু’টি প্রজ্বলিত হয়ে উঠে। খবর পেয়ে রাজারহাট থেকে অগ্নি নির্বাপন বাহিনী গিয়ে এলাকাবাসীর সহযোগীয় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। এসময় আগুনে নগদ ১০হাজার টাকা সহ বাড়ি দু’টির ৪টিনের ঘর, আসবাবপত্র, ধান-চাল পুড়ে ছাই হয়ে যায়।

কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবাররা ধারনা করছে। বিষয়টি রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পিপিএম নিশিাচত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর