মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:৫১ অপরাহ্ন
প্রহলাদ মন্ডল সৈকত:
কুড়িগ্রামের রাজারহাটে ঘরের চালের টিন খুলে চোরেরা একটি স্বর্ণের দোকানের প্রায় ৫লাখ টাকার মালামাল চুরি করে চম্পট দিয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার(১৫জুন) গভীর রাতে রাজারহাট বাজারের কর্মকার জুয়েলার্সে।
ক্ষতিগ্রস্থ জানান, ওই জুয়েলার্সে বুধবার রাত ১২টা পর্যন্ত কাজ করে মাালিক ও কর্মচারীরা বাসায় চলে যান। সকালে জুয়েলার্সের মালিক দিলীপ কর্মকার দোকান খুলে চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। পরে আশপাশের ব্যবসায়ী ও ঘর মালিককে বিষয়টি অবগত করলে ঘরের চালের টিন খুলে চোর ভিতরে ঢুকে ১৫০ভরি রুপা ও ২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যায়। খবর পেয়ে রাজারহাট উপজেলা বনিক সমিতির আহবায়ক ও রাজারহাট ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করে এ প্রতিনিধিকে চুরির বিষয়টি নিশ্চিত করেন। এদিকে কয়েকদিন আগেও দিনদুপুরে মদিনা ইলেকট্রনিক্্র দোকান ঘরে ঢুকে প্রায় ৪০ হাজার টাকার মালামাল চুরি করে চোরেরা। সম্প্রতি রাজারহাট মধ্য বাজারের চালের দোকান থেকেও ১৭ বস্তা চাল চুরি যাওয়ার অভিযোগ উঠে। এলাকাবাসীদের অভিযোগ, রাজারহাট বাজারে নিয়মিত পাহারাদার রয়েছে। পাশাপাশি ক্লোজ সার্কিট ক্যামেরা(সিসি টিভি) থাকার পরও পর পর বাজারের বেশ কয়েকটি দোকান চুরি হয়ে যায়। একটি সূত্র জানায়, এতো বড় বাজারে মাত্র ৪টি সিসি টিভি কাজ করছে। বাকি ক্যামেরাগুলো নষ্ট হয়ে পড়ে রয়েছে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বলেন, চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।#