সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪২ অপরাহ্ন

নোটিশ :

দৈনিক তোলপাড় এর পক্ষ থেকে সকল পাঠক লেখক সাংবাদিক ও শুভানুধায়ীকে প্রাণঢালা অভিনন্দন। আনন্দের সাথে জানাচ্ছি যে, পত্রিকাটি বাংলাদেশের প্রতিটি বিভাগ জেলা উপজেলা থানা কলেজ ক্যাম্পাস-এ এক ঝাঁক তরুন-তরুনী সাংবাদিক নিয়োগ করতে যাচ্ছে । আগ্রহীরা দ্রুত এক কপি ছবিসহ প্রধান সম্পাদক বরাবর আবেদন করুন.. আবেদন পাঠানোর ঠিকানা-dailytolpercv@gmail.com              এছাড়া বিশেষ ৫০% ছাড়ে  সারাবিশ্বে প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে পারেন। বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা-dailytolpernews@gmail.com যোগাযোগ করুন-+88 01915394614, +8801719026700

ব্রেকিং নিউজ :
প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান ও কুড়িগ্রামের শ্রেষ্ঠ ইউএনও রাসেদুল হাসান পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া বৃদ্ধা আছিয়া খুঁজে পেল পরিবার প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানে কুড়িগ্রামের শ্রেষ্ঠ ইউএনও রাসেদুল হাসান রাজারহাটে ভারি বৃষ্টিপাতে জনদূর্ভোগ, বিপাকে নিম্ন আয়ের মানুষ পাওনা টাকার জন্য কৃষককে শিকলে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১ ‘আর নিউজ করিস, তারপর দেখব তোরে কে বাঁচাতে আসে’ পিবিআই মামলা তদন্তে দক্ষতায় নতুন মাত্রা যোগ করেছে জানিয়েছে বাংলাদেশের আইজিপি ৩দিনের মধ্যে পরীমণির ‘পাফ ড্যাডি’ বন্ধের নোটিশ নির্বাচনসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবি জানিয়েছে বাংলাদেশের মহাপরিচালক খালেদা জিয়াকে মুক্তি দিতে বিএনপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

রিয়াল মাদ্রিদের মাঠে স্পেনের মুখোমুখি ব্রাজিল

সদ্য সমাপ্ত ২০২২-২৩ মৌসুম লা লিগায় একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। বর্ণবাদের বিরুদ্ধে নিজেদের জোড়ালো অবস্থানের সমর্থনে আগামী বছর মার্চে সান্তিয়াগো বার্নাব্যুতে একটি প্রীতি ম্যাচ খেলবে স্পেন ও ব্রাজিল। এ বিষয়ে মঙ্গরবার (১৩ জুন) সংবাদ সম্মেলনের মাধ্যমে যৌথভাবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে স্প্যানিশ ও ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন।

ভিনিসিয়াস জুনিয়রের সাথে বর্ণবাদী আচরণের ঘটনাটি সারা বিশ্বে বেশ আলোড়ন সৃষ্টি করে। স্প্যানিশ ফেডারেশন সভাপতি লুইস রুবিয়ালেস ও ব্রাজিলিয়ান কনফেডারেশন সভাপতি এডনাল্ডো রড্রিগুয়েজ মাদ্রিদ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি নিয়ে তাদের পরিকল্পনার কথা সংবাদ সম্মেলনে তুলে ধরেন। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন স্পেন জাতীয় দলের দুই তারকা আনসু ফাতি ও রডরিগো মোরেনো। -খবর তোলপাড় ।

সংবাদ সম্মেলনে রুবিয়ালেস বলেন, ‘আমি ঘোষণা দিচ্ছি যে বর্ণবাদের বিরুদ্ধে স্পেন বনাম ব্রাজিলের ম্যাচটি সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হবে। বিশ্বের অন্যতম সেরা দুই দলের ম্যাচ আয়োজনে এর থেকে ভালো মঞ্চ আর হতে পারে না।’

স্প্যানিশ ফুটবল প্রধান আরও জানিয়েছেন ইউরো ২০২৪ বাছাইপর্বে স্পেনের ফলাফলের উপর নির্ভর করে মার্চে ম্যাচটি অনুষ্ঠিত হবে। স্পেন যদি সরাসরি বাছাইপর্বের বাঁধা উতরে যায় তবে কোনো সমস্যা নেই। কিন্তু সম্ভাব্য প্লে-অফ খেলতে হলে তখন আবার তারিখ নির্ধারনে সময় প্রয়োজন হতে পারে।’ ব্রাজিলিয়ান কনফেডারেশন প্রধান রড্রিগুয়েজ বলেছেন, ‘এই ম্যাচটি সব কিছু বলে দেবার জন্য যথেষ্ঠ। এটা আমাদের ফুটবলে আনন্দ রক্ষা করে এবং দেখায় এই অসহিষ্ণুতা এবং মনোভাব অগ্রহণযোগ্য।’

বর্ণবাদের শিকার হয়ে ভিনিসিয়ুস বলেছিলেন, আজ থেকে স্পেন বর্ণবাদীদের দেশ হিসেবে পরিচিত হলো। লিডস ফরোয়ার্ড রডরিগোর জন্ম ব্রাজিলে। এই ধরনের ম্যাচ আয়োজনে তিনি দারুন খুশি। তিনি বলেন, ‘আমি মনে করি উভয় দেশের ফেডরেশনের পক্ষ থেকে এটি একটি দারুন উদ্যোগ। নিন্দা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য ফুটবলের শক্তি ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ।’

এ মাসের শুরুতে ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যের আইনপ্রণেতারা একটি আইন অনুমোদন করেছেন। যেখানে বলা হয়েছে ম্যাচ চলাকালীন কোন খেলোয়াড় যদি বর্ণবাদের শিকার হয় তবে সাথে সাথে সেই ম্যাচটি বাতিল বলে গণ্য হবে। ভিনিসিয়াসের বিরুদ্ধে বেশ কয়েকটি ম্যাচে সমর্থকদের এই ধরনের আচরণে ব্রাজিল কর্তৃপক্ষ নতুন এই আইন অনুমোদন দিতে বাধ্য হয়। এদিকে গত সপ্তাহে ভিনিসিয়ুসকে আক্রমনকারী সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানা করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ।

https://www.facebook.com/bdlivessports

দৈনিক তোলপাড় এর পক্ষ থেকে সকল পাঠক লেখক সাংবাদিক ও শুভানুধায়ীকে প্রাণঢালা অভিনন্দন। আনন্দের সাথে জানাচ্ছি যে, পত্রিকাটি বাংলাদেশের প্রতিটি বিভাগ জেলা উপজেলা থানা কলেজ ক্যাম্পাস-এ এক ঝাঁক তরুন-তরুনী সাংবাদিক নিয়োগ করতে যাচ্ছে ।

আগ্রহীরা দ্রুত এক কপি ছবিসহ প্রধান সম্পাদক বরাবর আবেদন করুন.. আবেদন পাঠানোর ঠিকানা-dailytolpercv@gmail.com

এছাড়া বিশেষ ৫০% ছাড়ে সারাবিশ্বে প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে পারেন। বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা-dailytolpernews@gmail.com যোগাযোগ করুন-+88 01915394614, +8801719026700


© All rights reserved © 2020 দৈনিক তোলপাড়
Design & Developed BY Khan IT Host
error: Content is protected !!