বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৫ অপরাহ্ন
শুক্রবার(১৬জুন) ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণে পদযাত্রা করবে বিএনপি। অন্যদিকে সারাদেশে বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে বাদ জুমা এ বিক্ষোভ করবে দলটি।-খবর তোলপাড় ।
অন্যদিকে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পদযাত্রা করবে বিএনপি। বেলা ৩ টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আলাদা আলাদা এ কর্মসূচি পালন করবে দলটি।
মহানগর উত্তর বিএনপি মিরপুর পল্লবী সিটি ক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু করবে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন।সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান। সঞ্চালন করবেন সদস্য সচিব আমিনুল হক।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি
আজিমপুর সরকারি এতিম খানা সামনে থেকে পদযাত্রা শুরু করবে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথি হিসাবে থাকবেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম।
এর আগে গত শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
গত ১২ জুন বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের অনিয়মের অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করে ইসলামী আন্দোলন। পাশাপাশি ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোট চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল শহরে ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলা হয়। সন্ধ্যায় বরিশালের চাঁদমারি মাদ্রাসা সড়ক এলাকার ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ইসলামী আন্দোলনের নেতারা। সেখানে দলটির আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম দুই সিটি ভোটের ফলাফল প্রত্যাখ্যান এবং অপর দুটির ভোট বর্জনের ঘোষণা দেন।
রেজাউল করীম বলেন, ‘নির্বাচনের বুথগুলো নিয়ন্ত্রণে রেখে তারা বিভিন্ন পর্যায়ে অনিয়ম করেছে। মারাত্মক অনিয়মের প্রতিবাদে আমরা বরিশালের নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করছি। সঙ্গে খুলনার ফলাফলও আমরা প্রত্যাখ্যানের ঘোষণা করছি। আর সিলেট ও রাজশাহীতে নির্বাচনে আমাদের প্রার্থী রয়েছে, সেই নির্বাচন বয়কটের ঘোষণা দিচ্ছি। যেহেতু সুন্দর পরিবেশ নেই, তাই তারা নির্বাচন করবে না।’
এসময় নির্বাচনে অনিয়মের প্রতিবাদে শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা দেন চরমোনাই পীর। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগও দাবি করেছেন তিনি।