বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:১৮ অপরাহ্ন

নোটিশ:
দৈনিক তোলপাড় পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। তোলপাড় পত্রিকা আপনার আমার সবার। আপনার এলাকার উন্নয়নের ভূমিকা হিসেবে পত্রিকাটির মাধ্যমে আমরা দায়িত্ব নিয়েছি।  এ জন্য বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলা-বিভাগ-কলেজ ক্যাম্পাসসহ গুরুত্বপূর্ণ এলাকায় সাংবাদিক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে পত্রিকাটির পর্ষদ।  আগ্রহী হলে আপনিও এক কপি রঙিন ছবিসহ নিম্ন ঠিকানায় সিভি প্রেরণ করে নিয়োমিত সংবাদ পাঠাতে পারেন। সেই সাথে সারা বিশ্বে আপনার এলাকার প্রতিষ্ঠানের প্রচারেরর জন্য  ৫০% কমিশনে বিজ্ঞাপন দিতে পারেন।

সন্ত্রাসী হামলা: জামালপুরে সাংবাদিকের মৃত্যু

সংবাদদাতা, জামালপুর :

জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার বাংলানিউজের জেলা প্রতিনিধি, একাত্তর টেলিভিশনের স্থানীয় সংবাদদাতা ও জেলা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম রব্বানী নাদিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (১৫জুন) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম। এই হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

বকশীগঞ্জ স্থানীয় সাংবাদিকদের সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টায় পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন গোলাম রব্বানী নাদিম। পথিমধ্যে নাদিমকে পিটিয়ে অজ্ঞান অবস্থায় নির্জনে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা নাদিমকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নেয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক থাকায় জামালপুর হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেও অবস্থার কোন উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নারী কেলেংকারীর সংবাদ প্রকাশ করায় আমার স্বামী নাদিমের ওপর ক্ষিপ্ত হয়। চেয়ারম্যানের লোকজন হামলা চালিয়ে নাদিমকে গুরুতর আহত করে। আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আমার স্বামী সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যার সাথে জড়িত মাহমুদুল আলম বাবুসহ তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে তাৎক্ষণিক জামালপুর প্রেসক্লাব প্রতিবাদ সভা করেছে। প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে সাংবাদিক নাদিমের হত্যাকারীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারসহ ফাঁসির দাবি করেন। প্রতিবাদ সভা থেকে ৩ দিনের শোক কর্মসূচিসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

অভিযোগের বিষয়ে সাধুরপাড়া ইউপির চেয়ারম্যান মাহমুদুল আলমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করে বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেয়া যায়নি।

বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা বলেন, সিসিটিভি ফুটেজ দেখে হত্যার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এখন পর্যন্ত এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

ওই সাংবাদিকের চিকিৎসার জন্য স্বজনরা ব্যস্ত থাকায় এখনো থানায় মামলা হয়নি বলে জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

দৈনিক তোলপাড় এর পক্ষ থেকে সকল পাঠক লেখক সাংবাদিক ও শুভানুধায়ীকে প্রাণঢালা অভিনন্দন। আনন্দের সাথে জানাচ্ছি যে, পত্রিকাটি বাংলাদেশের প্রতিটি বিভাগ জেলা উপজেলা থানা কলেজ ক্যাম্পাস-এ এক ঝাঁক তরুন-তরুনী সাংবাদিক নিয়োগ করতে যাচ্ছে ।

আগ্রহীরা দ্রুত এক কপি ছবিসহ প্রধান সম্পাদক বরাবর আবেদন করুন.. আবেদন পাঠানোর ঠিকানা-dailytolpercv@gmail.com

এছাড়া বিশেষ ৫০% ছাড়ে সারাবিশ্বে প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে পারেন। বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা-dailytolpernews@gmail.com যোগাযোগ করুন-+88 01915394614, +8801719026700


© All rights reserved © 2017 তোলপাড়