মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন

গরু নিয়ে বাড়ি ফেরা হলো না দুই কৃষকের

রিপোর্টারের নাম / ১৯০ টাইম ভিউ
Update : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

প্রহলাদ মন্ডল সৈকত:

২৩ সেপ্টেম্বর কুড়িগ্রামে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে দুই কৃষকের নিহত হয়েছে। নিহতরা হলেন কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের কদমতলা গ্রামের মোঃ আশরাফ আলী (৫০) পিতা মৃত বছর মাহমুদ ও আইনুল ইসলাম (৩৮)পিতা মৃত সাদের আলী।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ৪টার দিকে সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের কদমতলা মাঝের চর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,কৃষক আশরাফ ও আইনুল একই গ্রামের বাসিন্দা।তারা দুজনে মাঠে গরু চড়াচ্ছিলেন।বিকেল ৪ টার দিকে হঠাৎ আকাশ খারাপ দেখে আইনুল ও আশরাফ গরু নিয়ে বাড়ি ফিরছিলেন।এসময় তাদের উপর বজ্রপাত পড়লে ঘটনা স্থলে আশরাফ মারা যায়। পরে স্থানীয়রা আইনুলকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য মোঃ আক্তারুল ইসলাম বলেন, আইনুল ও আশরাফ কদমতলা গ্রামের বাসিন্দা। গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাসুদুর রহমান বলেন, বজ্রপাতে নিহত দুই কৃষকের খবর পেয়েছি। এ ঘটনা থানায় ইউডি মামলা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর