রাজারহাটে ইউপি চেয়ারম্যান এনামুল হকের অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
মুখ থুবড়ে পড়েছে ইউনিয়নের কার্যক্রম
আব্দুল কুদ্দুস:
কুড়িগ্রামের রাজারহাট সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এনামুল হকের অপসারনের দাবীতে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রাজারহাট ইউনিয়নের বাসিন্দারা। রোববার(২৯সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতা ও ইউপি সদস্যদের ব্যানারে উপজেলা চত্বরে এক বিশাল মানব বন্ধন করেন ছাত্র-জনতা ও এলাকাবাসী। এর আগে উপজেলা শহীদ মিনার চত্বরে এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রাজারহাট সদর ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শহিদুল হক ব্যাপারী, হযরত আলী, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সমন্বয়ক আল মিজান মাহিম, উপজেলা যুবদলের সদস্য সচিব নয়ন আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম ও মোজাম আলী প্রমূখ। বক্তারা বলেন, রাজারহাট ইউনিয়নের চেয়ারম্যান দূর্নীতি করায় প্রায় ২মাস ধরে ইউনিয়ন পরিষদে উপস্থিত না
হয়ে পলাতক রয়েছেন। এ কারণে ওই ইউনিয়নের শিক্ষার্থীরা চেয়ারম্যানের কাছ থেকে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করতে না পেরে বিদালয়ে ভর্তি হতে পারছে না। এছাড়া ওই ইউনিয়নের জমি রেজিষ্ট্রারী করতে ওয়ারিশ ও মৃত্যুসনদ না পাওয়ায় মানুষ জমি বেচা-কেনা করতে পারছে না। এ রকম হাজারো সমস্যার কারণে পুরো ইউনিয়নের কার্যক্রম মুখ থুবড়ে পড়ে আছে। তাই ইউনিয়নবাসী মোঃ এনামুল হকের অপসারণ দাবী করেন। শেষে তদন্ত টিমের সদস্য উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মশিউর রহমানের কাছে ইউপি চেয়ারম্যান এনামুল হকের দূর্নীতির কাগজপত্র জমা দিয়েছেন ইউপি সদস্যরা।
তদন্ত টিমের সদস্য উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মশিউর রহমান বলেন, আজ রোববার(২৯সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজারহাট ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক উপজেলা অফিসার্স ক্লাবে স্বশরীরে তদন্ত কার্যক্রমে অংশ গ্রহন করার কথা থাকলে বাহক মাধ্যমে তিনি জানান উপস্থিত হতে পারবেন না। তাই বিকালের মধ্যে সিদ্ধাত নিয়ে তদন্ত প্রতিবেদন কর্তৃপক্ষের নিকট জমা দেয়া হবে।