শিরোনাম
গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুরের মৃত্যু
আঞ্চলিক সংবাদদাতা, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের চিলমারীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আক্কাস আলী (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার থানাহাট ইউনিয়নের কিসামত বানু খামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি ওই এলাকার ইসলাম মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, সকালে বাড়ির পাশে কদম গাছের ডাল কাটতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে আক্কাস আলী বিদ্যুৎতায়িত হয়ে গাছেই ঝুলেছিলেন। পরে স্থানীয়রা ঝুলন্ত অবস্থায় তার মরদেহ নিচে নামিয়ে আনেন।
চিলমারী থানার উপ পুলিশ পরিদর্শক শাহাজালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।##
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর