বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১০:৫০ পূর্বাহ্ন
রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর):
“সমবায় শক্তি-সমবায় মুক্তি, চাই শুধু ভক্তি-আর চাই মুক্তি” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ’র ১৫তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জুন) সকালে পৌর শহরের বীথি টাওয়ারে (কালব) এর কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ’র সভাপতি নাজমুল হক সিদ্দিকি।
সাধারণ সম্পাদক নাফিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা নুরুজ্জামান খান। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালব লিঃ এর সহকারী জেলা ব্যবস্থাপক তোফায়েল আহম্মদ।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ইন্দিলপুর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, বোর্ড সদস্য গোলাম মোস্তফা, হুমায়ুন কবীর, শাহাদৎ হোসেন রিপন, ট্রেজারার মঞ্জুরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে পুরস্কার বিতরণ ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।