শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন

পীরগঞ্জে ১১৬ মন্দিরে আনন্দ উল্লাসে পালিত দুর্গোৎসব

রিপোর্টারের নাম / ৫৭ টাইম ভিউ
Update : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

সংবাদদাতা, পীরগঞ্জ(ঠাকুরগাঁও):

পীরগঞ্জ পৌর এলাকা সহ ১০ টি ইউনিয়নে মোট ১১৬ টি দূর্গামন্দির ও ৩টি বিসর্জন ঘাট রয়েছে। হিন্দু সম্প্রদায়ের লোকজন যেন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ভাবে ও নির্ভয়ে উদযাপন করতে পারে সে জন্যে বিভিন্ন স্তরের প্রশাসন মাঠে কাজ করছে। তাদের তৎপরতা ব্যাপক ভাবে পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে উপজেলা প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ, আনসার ভিডিপি, রাজনৈতিক দলের মধ্যে বিএনপি, জামায়েতে ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র নেতারা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা পূজা মন্দির গুলোতে সার্বক্ষনিক মনিটরিং করছেন।

অন্যান্য বছরের তুলনায় এ বছর প্রশাসনের তৎপরতা ব্যাপক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। পূজার দশমীর দিন পর্যন্ত সব শ্রেণীর প্রশাসন আন্তরিক ভাবে মাঠে কাজ করার প্রত্যয় নিয়ে মাঠে রয়েছেন। হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে বেশ উৎসাহ ও আনন্দ পরিলক্ষিত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম জানান, এ বছর দূর্গা পূজাকে শতভাগ নিরাপদ ও উৎসবমুখর করার লক্ষ্যে আমি সহ বিভিন্ন শ্রেণীর প্রশাসন নিরলস ভাবে মাঠে কাজ করছি। ফলে দূর্গা পূজার উৎসব আনন্দমুখর ও নিরাপদ ভাবেই হবে।

অপরদিকে পীরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডি.এন ডিগ্রী কলেজ অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় জানান, এবছর প্রশাসন ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা আমাদেরকে আন্তরিক ভাবে সহযোগিতা করছেন এবং আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পূজা সমাপ্ত হবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন। গত বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা পীরগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর