বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১২:২৩ অপরাহ্ন
সংবাদদাতা, সৈয়দপুর (নীলফামারী):
নীলফামারীর সৈয়দপুরে বুদ্ধিপ্রতিবন্ধী এক মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. আলাউদ্দিন (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুন) উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী ধনীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আলাউদ্দিন উল্লিখিত এলাকার আলহাজ্ব জহির উদ্দিন মাস্টারের ছেলে এবং তিন সন্তানের জনক।
মামলার আর্জিতে উল্লেখ করা হয়, সৈয়দপুর উপজেলার চার নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী দলবাড়ীপাড়া জনৈক ব্যক্তির (ওসমান গণি) মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী (২৬)। সে ঘটনার দিন গত ২৭ জুন (মঙ্গলবার) বেলা আনুমানিক ১১টার সময় বাড়ির পাশের জনৈক তুফানের জমির মোটা আইলের নিচ থেকে তাদের ছাগল আনতে যায়। আর এ সময় ওই বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটিকে একাকী সুযোগ পেয়ে পেছন দিক থেকে জাপটে ধরে লম্পট আলাউদ্দিন। এরপর তার পরণের জামা-কাপড় টেনে-হেঁচড়ে খুলে জমিতে ফেলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে দ্রুত সটকে পড়ে। এ সময় বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটির আর্তচিৎকারে আশেপাশে থাকা লোকজন দ্রুত ছুঁটে এসে তাকে উলঙ্গ অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরবর্তীতে লোকমুখে খবর পেয়ে ঢেলাপীর হাটে অবস্থানকারী বুদ্ধি প্রতিবন্ধী মেয়ের বাবা ওসমান গণি ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে স্থানীয় ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করা হয়। নির্যাতনের শিকার মেয়েটি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় ধর্ষণের শিকার বুদ্ধি প্রতিবন্ধীর বাবা মো. ওসমান গণি বাদী হয়ে গত বুধবার (২৮ জুন) রাতে আলাউদ্দিনের বিরুদ্ধে সৈয়দপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। আর এ মামলাটির তদন্তের দায়িত্বভার দেয়া হয়েছে সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আনিসুজ্জামান। তিনি এ ঘটনায় মামলা দায়ের এবং মামলার আসামী আলাউদ্দিনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।