শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৮:৪৩ অপরাহ্ন

এইচএসসি : কুড়িগ্রামে ২ কলেজে শতভাগ ফেল

রিপোর্টারের নাম / ৪৬ টাইম ভিউ
Update : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

হুমায়ুন কবির সূর্য:

কুড়িগ্রামের রৌমারী ও নাগেশ্বরীতে এবারে এইচএসসি পরীক্ষায় দুইটি কলেজের শতভাগ ফেল করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল আলম।

এবারে এইচএসসি পরীক্ষায় কুড়িগ্রামে শতভাগ ফেল করা কলেজ হলো রৌমারী উপজেলার শৈলমারী এম আর স্কুল এন্ড কলেজ ও নাগেশ্বরী উপজেলার গোপালপুর এম এল হাই স্কুল এন্ড কলেজ।

এর মধ্যে রৌমারী উপজেলার শৌলমারী এম আর স্কুল এন্ড কলেজে ১ জন ও নাগেশ্বরী উপজেলার গোপালপুর এম এল হাই স্কুল এন্ড কলেজে ৬ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

এব্যপারে কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামছুল আলম বলেন, শতভাগ ফেল করার বিষয়টি দুঃখজনক। এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার মান নষ্ট করছে। আমি চাই সরকার এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুক। এই ফলাফল দিনাজপুর শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। এখন মন্ত্রণালয় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

এদিকে কুড়িগ্রাম জেলা থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ১১ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ৭৪ দশমিক ৬০ শতাংশ পাসের হার নিয়ে পাস করে ৮ হাজার ৮২৮ জন পরীক্ষার্থী। এর মধ্য জিপিএ ৫ পেয়েছেন ৯০৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর