বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন

ভাওয়াইয়া ইনস্টিটিউট চিলমারীতে

রিপোর্টারের নাম / ৪৪ টাইম ভিউ
Update : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

সংবাদদাতা, চিলমারী (কুড়িগ্রাম):

‘ওকি গাড়িয়াল ভাই, হাঁকাও গাড়ি তুই চিলমারীর বন্দরে’। ভাওয়াইয়া সম্রাট কিংবদন্তি শিল্পী আব্বাস উদ্দিনের গাঁওয়া সেই বন্দর ছোঁয়া কুড়িগ্রামের চিলমারীতে ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গানের চর্চা ও প্রশিক্ষণের জন্য ভাওয়াইয়া ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার।

সংস্কৃতি মন্ত্রণালয়ের শিল্পী কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, চিলমারী ভাওয়াইয়া গানে বহুবার উচ্চারিত নাম। একদিকে গোয়ালপাড়া আরেকদিকে কোচবিহার- রংপুর-দিনাজপুর। ভাওয়াইয়া ইনস্টিটিউট হলে ভাওয়াইয়া নবপ্রাণ পাবে বলে বিশ্বাস।

তিনি আরো জানান, সাংস্কৃতিককেন্দ্র নির্মাণের লক্ষ্যে একটি প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন প্রক্রিয়াধীন রয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল দ্রুত কাজ শুরু হবে জানিয়েছেন।

এদিকে চিলমারীতে ভাওয়াইয়া ইনস্টিটিউট স্থাপনে সরকারের সম্মতিতে কুড়িগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের মানুষের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। তাদের মতে, ভাওয়াইয়া গানের জনপদ উত্তরবঙ্গের চিলমারী এবার স্বীকৃতি পেতে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর