পীরগঞ্জ ভূমি অফিসে জাল দলিল দাখিল , গ্রেফতার ২

সংবাদদাতা, পীরগঞ্জ(ঠাকুরগাঁও):
বুধবার পীরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) অফিসে জাল দলিল দাখিল করায় ২ প্রতারক গ্রেফতার হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) এম. এন ইশফাকুল কবীর ও সঙ্গীয় লোকজন ওই ২ প্রতারক কে গ্রেফতার করে পীরগঞ্জ থানায় নিয়ে আসে।
জানা গেছে, ভেলাতৈড় গ্রামের দবিরুল ইসলামের ৯৬ শতক জমি জাল দলিল সৃষ্টি করে নাম খারিজ বাতিলের আবেদনের সাথে দাখিল করেন ওই গ্রামের মোতাল্লেব হোসেন ও রঘুনাথপুর টিএন্ডটি এলাকার আকরাম হোসেন। প্রতারকদের দাখিলকৃত জাল দলিলের বিষয়ে দবিরুল ইসলামের পুত্র মুসলিম উদ্দীন ও তবারক আলী এসিল্যান্ড কে আপত্তি জানায়।
সহকারী কমিশনার (ভূমি) উক্ত দলিলের প্রতি সন্দেহ হলে পীরগঞ্জ সাব রেজিষ্ট্রী অফিসে এসে তল্লাশি করেন এবং দলিলের সত্যতা যাচাই করে জাল প্রমাণিত হওয়ায় আকরাম ও মোতাল্লেব কে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) এম. এন ইশফাকুল কবীর জানান, জাল দলিল দাখিল করায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় মামলা হয়েছে।