ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙ্গনরোধে স্থায়ী ব্যবস্থার দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ করেছে দুর্গম চরাঞ্চলের মানুষজন

হুমায়ুন কবির সূর্য:
ব্রহ্মপুত্র নদের প্রবল ভাঙ্গনরোধে ব্যবস্থা নেয়ার দাবিতে কুড়িগ্রাম জেলা শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করে স্মারকলিপি দিয়েছে ভাঙ্গন কবলিত মানুষজন। ভাঙ্গনে ভিটেমাটি হারিয়ে রাস্তার ধারে খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপনকারী পরিবারগুলো তাদের পূণর্বাসনের পাশাপাশি ভাঙ্গন রোধে স্থায়ী সমাধান দাবী করেছে।
বৃহস্পতিবার দুপুরে ব্র¥হ্মপুত্র অববাহিকার রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের কয়েকশ মানুষ নৌকা যোগে এসে কুড়িগ্রাম জেলা শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ করে। পরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় দুর্গম হরাঞ্চলের ভাঙ্গন কবলিতরা।
মানব বন্ধনের সমাবেশে বক্তব্য রাখেন, স্থানীয় অধিবাসী আবুল বাশার মঞ্জু, মহিউদ্দি মহির, নূরুন্নবী সরকার, জাহাঙ্গীর আলম সহ ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের নাগর আলী, বিদ্যুৎ প্রামানিক ও ফজলুল হক।
এসময় বক্তারা জানান, চলতি মৌসুমে ব্রহ্মপুত্রের ভাঙ্গনে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের ইটালু কান্দা, সোনাপুর, সুখের বাতি, উত্তর বাউরিয়া, চর খেদাইমারী ও ঘুঘুমারিসহ অন্যান্য এলাকায় প্রায় ৩ শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে। ভাঙ্গনরোধে দ্রুত ব্যবস্থা না নিলে সুখেরবাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরো শতশত পরিবারের ঘর-বাড়ি নদের গর্ভে বিলীন হয়ে যাবে। এ অবস্থায় ভাঙ্গনরোধে ব্যবস্থা নিয়ে সরকারের প্রধান উপদেষ্টাসহ পানি সম্পদ উপদেষ্টার দৃষ্টি কামনা করেন তারা।
মানববন্ধন শেষে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পানি সম্পদ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।