মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:১১ অপরাহ্ন
আমিনুল ইসলাম:
সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুড়িগ্রামের রাজারহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৭জুলাই) জুমার নামাজের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজারহাট উপজেলা শাখা ও সাধারণ মুসল্লীরা রাজারহাট বাজার জামে মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও বাজার জামে মসজিদ চত্বরে মিলিত হয়। এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রাজারহাট জামে মসজিদের খতিব মাওলানা মোঃ রেজাউল করিম সাঈফী ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কফিল উদ্দিন।