মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন

রাজারহাট ইউপি প্রশাসকের দায়িত্ব পেলেন এসিল্যান্ড

রিপোর্টারের নাম / ১৭০ টাইম ভিউ
Update : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাট উপজেরার সদর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আশাদুল হক। দায়িত্ব পেয়ে ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছেন তিনি। ৩মাস পর স্বস্তি ফিরে এসেছে মেরুদন্ডহীন ওই ইউনিয়ন পরিষদের মানুষজনের মাঝে।

জানা গেছে, ওই ইউনিয়নর পরিষদের চেয়ারম্যান মোঃ এনামুল হক গত ৫আগষ্টের পর থেকে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত রয়েছেন। একারনে পরিষদের কার্যক্রম মুখ থুবড়ে পড়ে। ফলে ওই ইউনিয়নের কমলমতি শিক্ষার্থীদের জন্মনিবন্ধন, নাগরিক সনদ, অভিভাবক সনদ, ভূমি কার্যক্রমসহ সকল কাজ ব্যাহত হয়। বাধ্য হয়ে ইউপি সদস্য ও এলাকাবাসীরা চেয়ারম্যান মোঃ এনামুল হকের অপসারণ দাবী করে দফায় দফায় মানববন্ধন করেন।

এমনকি একই পরিষদে দুইজন প্যানেল চেয়ারম্যান দাবী করে বিশৃঙ্খলার সৃষ্টি করে।

বিষয়টি নিয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে ওই ইউনিয়নের ১০জন ইউপি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ৩সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করে দেন। এরই প্রেক্ষিতে তদন্ত টিম মাঠ পর্যায়ে ইউনিয়ন পরিষদে গিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পর পর দু’বার তদন্তকালীন সময়ে ওই ইউপি চেয়ারম্যান অনুউপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার বিভাগের নির্দেশনার আলোকে কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা রাজারহাট উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আশাদুল হকে ওই ইউনিয়নের প্রশাসক হিসেবে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব অর্পণ করেন।

এব্যাপারে নবাগত ইউপি প্রশাসক উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আশাদুল হক বলেন, ইউনিয়নের কোন লোক যেন পরিষদের সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকটি আমার নজরে থাকবে। এজন্য সকল ইউপি সদস্য নিয়ে তাদের সমস্যার বিষয় এবং সমাধান করা চেষ্টা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর