রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
মাসে ৬০০ টাকায় যতবার খুশি ট্রেনে ঢাকা যাতায়াত জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় জব্দ বিস্ফোরক পরীক্ষা করতে গিয়ে বিস্ফোরণে কমপক্ষে নিহত ৯ বাংলাদেশে তীব্র হচ্ছে অবৈধ অস্ত্রের ঝনঝনানির শঙ্কা ‘কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা না করলে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ শ্রীবরদীতে প্রজন্ম বাতিঘর গ্রন্থাগার উদ্বোধন ফেনীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা শিক্ষকদের ভূমিকা শীর্ষক সভা ফুলবাড়ীতে দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ফেনীতে টাইফয়েড টিকা পেলো ৪ লাখ ২২ হাজার শিশু পঞ্চগড়-২ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন শিশির আসাদ কুড়িগ্রাম ১ আসনে ডাঃ ইউনুছ আলী’র মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল

উলিপু‌রে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসার‌ণের দা‌বি

প্রকাশের সময়: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

মানু, আঞ্চলিক সংবাদদাতা:

কু‌ড়িগ্রা‌মের উলিপুর গুনাইগাছ পাইলট উচ্চ বিদ‌্যাল‌য়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজ ইমাম আমিনের অপসার‌ণের দা‌বি তু‌লে‌ছেন শিক্ষক-‌শিক্ষার্থীরা। গত ৫ ন‌ভেম্বর ওই প্রতিষ্ঠা‌নের ৩৪ জন শিক্ষার্থী এবং গত ১১ সে‌প্টেম্বর ১৮জন শিক্ষক ইউএনও বরাবর লি‌খিত অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রেন। অ‌ভি‌যুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজ ইমাম আমিনের বিরু‌দ্ধে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে প্রতিনিয়তই অসদারচণ ও মানসিকভাবে হেনস্থা করাসহ নানা অ‌নিয়ম ও দুর্নী‌তির অ‌ভি‌যোগ তো‌লা হয়।

শিক্ষকগণ তাদের অভিযোগে উল্লেখ করেন, ঐতিহ্যবাহী গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজ ইমাম আমিন আওয়ামী লীগের কর্মী হওয়ায় তৎকালীন ফ্যাসিবাদ সরকারের এমপি, ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীকে টাকার বিনিময়ে ভাড়া করে শিক্ষক‌দের কাছ থে‌কে জোরপূর্বক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হন। এ ছাড়া গোপনে ম্যানেজিং কমিটি গঠন, আজীবনদাতা সদস্যকে কমিটিতে না রাখা, ২১ লক্ষাধিক টাকার নিয়োগ বাণিজ্য, প্রতিষ্ঠানের দোকানপাট ভাড়া থেকে আয় ও উপবৃত্তি টিউশন ফি আত্মসাৎ, নিজে প্রধান শিক্ষক হওয়ার জন্য গোগনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান, এনটিআরসিএ কর্তৃক নিয়োগকৃত শিক্ষকগণের নিকট উৎকোচ গ্রহণসহ অসংখ্য অনিয়ম ও দুনীতির অ‌ভি‌যোগ তোলা হয়।

অন্যদিকে শিক্ষার্থীরা অভিযোগে উল্লেখ করেন, শিক্ষার্থীদের সঙ্গে প্রতিনিয়ত অসদারচণ করেন। যা শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত। বিদ্যালয়টি সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ফিরোজ ইমাম আমিনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ হতে অব্যাহতি দিয়ে একজন সিনিয়র শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদানসহ জরুরি ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ায় প্রধান শিক্ষককের পদটি পূরণের জন্য জোর দাবি জানায় শিক্ষার্থীরা।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজ ইমাম আমিনের স‌ঙ্গে যোগা‌যো‌গের চেষ্টা করা হ‌লে তা‌কে পাওয়া যায়‌নি।

এ বি‌ষ‌য়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠান প‌রিচালনা পর্য‌দের সভাপ‌তি মো. আতাউর রহমান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত কার্যক্রম চলমান। তদন্ত প্রতিবেদন হাতে পেলে  বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর