শ্রীবরদীতে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত-২
রমেশ সরকার,শ্রীবরদী (শেরপুর):
শেরপুরের শ্রীবরদীত মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। শুক্রবার (১৭ মে) দুপুরে উপজেলার গোশাইপুর ইউনিয়নে ভারেরা মোড়ে ঐ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার কুড়িকাহনীয়া গ্রামের মুকুল মিয়ার ছেলে রিফাত আহমেদ হৃদয় (১৯) ও তারা মিয়ার ছেলে ফয়সাল আহমেদ (১৯)। এঘটনায় তৌহিদ নামে অপর একজনকে গুরুত্বর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তথ্য গুলো নিশ্চিত করেন শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে তিন বন্ধু কুড়িকাহনীয়া থেকে মোটরসাইকেল দিয়ে শ্রীবরদীর উদ্দেশ্য রওনা দেয়। এসময় ভারেরা বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই হৃদয় মারা যায়। স্থানীয়রা গুরুতর আহত ফয়সাল ও তৌহিদকে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে ডাক্তার ফয়সালকে মৃত ঘোষণা করে। অপরদিকে গুরুতর আহত তৌহদের অবস্থা আশংকাজনক হওয়ায় ডাক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।