তীব্র গরম: কুড়িগ্রামে এক টাকায় ১০টি হাতপাখা বিতরণ
হুমায়ুন কবির সূর্য:
তীব্র গড়মে ক্ষুদে শিক্ষার্থীদের সহায়তায় এক টাকার বিনিময়ে ১০টি করে হাতপাখা বিতরণ করা হয়েছে। রবিবার (১৯মে) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের আরাজি কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাখাগুলো বিতরণ করা হয়। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল) এর এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগে খুশি শিক্ষকসহ শিক্ষার্থীরা।
জানা যায়, গত দুই যুগ ধরে কুড়িগ্রামে শিক্ষা, স্বাস্থ্য ও সমাজকর্ম নিয়ে কাজ করছে সংগঠনটি। ব্যতিক্রমধর্মী কাজের মাধ্যমে খুব দ্রুতই মানুষের কাছাকাছি পৌঁছে গেছে সংগঠনটি। বিশেষ করে । ঈদে দশ টাকায় শাড়ী-লঙ্গি বিতরণ, পবিত্র রমজান মাসে দুই টাকায় ৬/৭ ধরণের সবজি বিতরণ, দুর্গম চরাঞ্চলে এক টাকায় স্বাস্থ্যসেবা প্রদানসহ নানামূখী কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।
রবিবার সকালে মাত্র এক টাকায় ১০টি পাখা পেয়ে আরাজি কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার বানু জানান, এই এলাকায় সবসময় বিদ্যুৎ থাকে না। ফলে পাখাগুলো পেয়ে খুব ভালো লাগছে। সমাজের বিভিন্ন শ্রেণির ব্যক্তি ও সংগঠন এমন সামাজিক সেবামূলক কাজে সম্পৃক্ত হলে সমাজে ভালো মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে। আমরা ২০টি পাখা কিনতে পেরেছি।
ফুল সংগঠনের নির্বাহী পরিচালক আব্দুল কাদের জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা প্রতিটি হাতপাখা ৫০টাকা দরে ৪৮টি পাখা কিনেছি। হাতপাখাগুলোতে সংগঠনের নাম ব্যবহার করে মাত্র ১টাকায় ১০টি হাতপাখা বিতরণ করছি। আমরা বিচ্ছিন্ন চরাঞ্চলের ৫টি স্কুলে পর্যায়ক্রমে হাতপাখাগুলো বিতরণ করবো।