উলিপুরে রক্তিম পাঠশালার কমিটি গঠিত
আব্দুল মালেক:
কুড়িগ্রামের উলিপুরে দুই বছরের জন্য রক্তিম পাঠশালা’র ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলার পান্ডুল ইউনিয়নের সিদ্ধান্ত মালতী বাড়ী মিনাবাজার সংলগ্ন গ্রামে পাঠশালা’র অফিসে রজিত রায়কে সভাপতি ও সৌরভ রায় সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
কমিটির সহ-সভাপতি দিপক চন্দ্র বর্মন, যুগ্ম সাধরণ সম্পাদক প্রমথ চন্দ্র বর্মন, হাওয়ানুর বেগম, সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম লিটন, সদস্য আল আমিন ইসলাম, লিমন বাবু, অমিত রায়, উত্তম রায়, রাহুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন, পাঠশালার উপদেষ্টা উলিপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, তথ্য প্রযুক্তিবিদ ও মানবাধিকার কর্মী প্রকৌশলী রুপম রাজ্জাক, পান্ডুল ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম।
এছাড়া পাঠশালার পরিচালক নাজমুল আল হাসান, সহ-পরিচালক (আবৃত্তি) জেসমিন মনি ও সহ-পরিচালক (অংকন)-সুরাইয়া শিমু।
উল্লেখ্য, রক্তিম ফাউন্ডেশনের পরিচালনায় বইপড়া, ছবি আঁকা, আবৃত্তি শিখতে আগ্রহী শিশু-কিশোরদের নিয়ে “এসো স্বপ্ন বুনতে শিখি” স্লোগান ধারণ করে বলে জানা গেছে।